কাটোয়া পুরসভায় ৩ দিনের জন্য স্টল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: রাজ্য সরকারের উদ্যোগে সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়। এবার নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হল। পুজোর আগেই তিনদিনের জন্য কাটোয়া পুরসভায় ছ’টি গোষ্ঠীর স্টল বসানো হয়েছে। বৃহস্পতিবার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক অহিংসা জৈন, পুরসভার চেয়ারম্যান সমীর সাহা স্টল উদ্বোধন করেন। ছ’টি স্বনির্ভর দলের মধ্যে কেশিয়াপাড়ার একটি গোষ্ঠী ইমিটেশন গয়না, হাতে তৈরি জুয়েলারি, কাঁথা স্টিচ সামগ্রীর স্টল দিয়েছে। ওই গোষ্ঠীর সদস্যা জাহানারা খাতুন বলেন, পুজোর আগে আমাদের হাতে তৈরি সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছে পুরসভা। এতে যা আয় হবে, তাতে অন্তত পুজোর ক’টা দিন ভালো কাটবে। পানুহাট দিঘিরপাড় এলাকা থেকে বিভিন্ন ধরনের আচারের স্টল দেওয়া হয়েছে। হাসপাতালপাড়া এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা নানা ধরনের পোর্ট্রেট ছবি, শাড়ি-এসবের পসরা সাজিয়েছেন। কাটোয়ার বিধায়ক বলেন, রাজ্য নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রাক-পুজোয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তিনদিনের স্টল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তাঁরা নিজেদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করতে পারছেন। এদিন স্টলে প্রচুর মানুষ কেনাকাটা করেছেন।