• যাত্রী সুরক্ষার জন্য রাতের দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা এনবিএসটিসি’র
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যাত্রী সুরক্ষায় বিশেষ করে মহিলাদের নিরাপত্তায় রাতে দূরপাল্লার সমস্ত বাসে সিসি ক্যামেরা বসাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে এমনটাই জানিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, নতুন বাসগুলিতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পুরনো বাসের ক্ষেত্রেও যেগুলি রাতে দূরপাল্লার রুটে চলে, যাত্রী সুরক্ষায় বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা ভেবে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি। ইতিমধ্যেই বেশকিছু বাসে সিসি ক্যামেরা বসানো হয়েছে। 

    পুজোয় কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার কিংবা এখান থেকে কলকাতায় যাওয়ার ট্রেনের টিকিট মিলছে না। বিমান ভাড়া আকাশছোঁয়া। ফলে পর্যটকদের অনেকেরই পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে আসার ইচ্ছে থাকলেও তাঁদের আসার উপায় নেই। সেকারণে উত্তরের বিভিন্ন জেলা থেকে কলকাতা ও দীঘাগামী যেসব ভলভো বাস সপ্তাহে দু’দিন চলে, সেগুলি তিনদিন করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন এনবিএসটিসি’র চেয়ারম্যান। তিনি বলেন, এমনিতে কলকাতায় যাওয়ার বাড়তি বাস থাকছে। সঙ্গে ভলভো বাসগুলি পুজোর মরশুমে সপ্তাহে দু’দিনের পরিবর্তে তিনদিন করে চলবে। পর্যটকদের জন্য পুজোয় ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুর থাকবে। 

    ভালো কাজের জন্য নিগমের কর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন এনবিএসটিসি’র চেয়ারম্যান। তিনি বলেন, ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আমাদের ৪০ জন কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে। ১০ হাজার টাকার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক। তাঁর কথায়, ভালো কাজের জন্য যেমন আমরা কর্মীদের পুরস্কৃত করছি, তেমনই কোনও কর্মীর বিরুদ্ধে যদি কাজে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

    নিগমের জলপাইগুড়ি ডিপোর কাউন্টারে বাসের টিকিট কাটতে গিয়ে যাত্রীদের রোজই খুচরো সমস্যায় পড়তে হয়। অভিযোগ, খুচরো না থাকার অজুহাতে বেশিরভাগ সময় বাড়তি টাকা ভাড়া দিতে হয় যাত্রীদের। যদিও কোনওভাবে যাত্রীদের কাছ থেকে এক পয়সাও বাড়তি ভাড়া নেওয়া যাবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন নিগমের চেয়ারম্যান। তিনি বলেন, খুচরো সমস্যা মেটাতে আমরা টিকিট কাউন্টারে কিউ আর কোড চালু করছি। ইউপিআই পেমেন্ট করতে পারবেন যাত্রীরা। জলপাইগুড়ি ডিপোয় যাত্রী প্রতীক্ষালয় সহ বেশকিছু কাজ শীঘ্রই চালু হবে বলে এদিন জানিয়েছেন নিগমের চেয়ারম্যান। 

     এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপোর বিশ্বকর্মা পুজোয় পার্থপ্রতিম রায়। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)