দশটি সর্বজনীন পুজো ঘিরে ১০ নম্বর ওয়ার্ডে যেন আনন্দের হাট
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কান্দি: এলাকায় কোনও বিগ বাজেটের পুজো নেই। তবে ১০টি সর্বজনীন পুজো ঘিরে আনন্দে কমতি থাকে না। কান্দি পুরসভার ১০নম্বর ওয়ার্ডে কয়েকটি পুজো কমিটি আলোকসজ্জাতেও চমক দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই বাসিন্দারা মনে করছেন। এই ওয়ার্ডের মহিলা পরিচালিত পুজো শহরে বেশ সাড়া ফেলেছে। পুজোর আগে ওয়ার্ডের রাস্তা সংস্কার ও পথবাতি বসানোর কাজ শেষ করেছে পুরসভা।
পুরপ্রধান জয়দেব ঘটক বলেন, শহরের প্রতিটি ওয়ার্ডেই পুজোর আগে রাস্তা সংস্কার, আলো ব্যবস্থা করা হচ্ছে। ১০নম্বর ওয়ার্ডে কাজ শেষ হয়েছে। যদি কিছু বাকি থাকে, তাও তাড়াতাড়ি শেষ করা হবে। কান্দি শহরের মাঝে রয়েছে এই ওয়ার্ড। নেতাজি বাস টার্মিনাস কিংবা শহরের উল্টোদিক কালীবাড়ি মোড় থেকে টোটোয় ১০টাকা ভাড়ায় এই ওয়ার্ডে পৌঁছনো যায়। ওয়ার্ডের ধল্লাপাড়া, মোল্লাপাড়া ও প্রভাকরপাড়া মিলে একটি সর্বজনীন পুজো হয়। এই পুজোর আলোকসজ্জা এলাকায় সাড়া ফেলে। এবারও সেখানে আলোকসজ্জায় জোর দেওয়া হয়েছে। আলোকসজ্জায় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মোল্লাপাড়া পার্কের মোড়ের একটি সর্বজনীন পুজোও। এছাড়া, বাবার বাড়ির পুজো, বড় কোনাইপাড়া, ঘোষপাড়া, বৈঠকখানা, জেলোপাড়া, কদতলা, তারামাতলা ও হরিসাগরপাড়ের পুজো দেখতে বহু মানুষ ভিড় জমান।
এই ওয়ার্ডের হরিসাগরপাড়ের একমাত্র মহিলা পরিচালিত পুজো কান্দি শহরে বেশ সাড়া ফেলে। হেঁশেল সামলে প্রায় তিনমাস আগে থেকেই মহিলারা পুজোর প্রস্তুতিতে নেমে পড়েন। স্থানীয় বধূ ইতি বিত্তার, চাইনা বিত্তার জানান, কয়েকবছর ধরে তাঁরা এই পুজোর আয়োজন করছেন। পুজোর সময় মহিলাদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী গড়া হয়।
স্থানীয় ঘোষপাড়া পুজো কমিটির সদস্য সেন্টু ঘোষ বলেন, দর্শনার্থী টানতে ১০টি পুজোই লড়াই চালায়। প্রতিটি পুজো মণ্ডপের সামনে বিভিন্ন স্টল বসে। পুরসভা জানিয়েছে, পুজোর আগে এই ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। নিকাশিনালা ও পানীয় জলের সমস্যাও নেই। ওয়ার্ডের যে সমস্ত পথবাতি খারাপ ছিল, সেগুলি বদলানোর কাজও প্রায় শেষের দিকে।