চীনা মাঞ্জায় ঘুড়ি ওড়ানো ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১০, গলা কেটে মৃত্যুর পর সক্রিয় পুলিশ
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে চীনা মাঞ্জা সুতোয় গলা কেটে প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুতে নড়েচড়ে বসেছে পুলিশ। বিশ্বকর্মা পুজোর দুপুরে ঘটা মর্মান্তিক মৃত্যুতে শোকাহত বারাকপুরবাসী। এই পরিস্থিতিতে চীনা মাঞ্জা সুতো বিক্রির বিরুদ্ধে অভিযানে নামে বারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানা। এই সুতো বিক্রির জন্য খড়দহ, টিটাগড়, নিউ বারাকপুর থানা এলাকা থেকে ৯ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই সুতো লাগানো ঘুড়ি ওড়ানোর জন্য মোহনপুর থানা একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে রহড়ার তুলসীকাঁটা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর চীনা মাঞ্জা সুতোয় গলা কেটে গৌতম ঘোষের (৪১) মৃত্যু হয়েছিল। তিনি প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে কলকাতা এয়ারপোর্টে চাকরি করতেন। বাড়ি থেকে বাইকে এয়ারপোর্টে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন। এলাকাবাসীর অভিযোগ, বারাকপুর মহকুমা এলাকায় প্রকাশ্যে দেদার বিকোচ্ছে চীনা মাঞ্জা সুতো। পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় এই সুতোর রমরমা ব্যবসা চলছে। যার জেরে বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যদিও পুলিশের দাবি, চীনা মাঞ্জা সুতো বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। মানুষকে এই সুতো ব্যবহার না করতে সচেতনও করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকেই পুলিশ অভিযান শুরু করে। খড়দহ থানার পুলিশ পুরানি বাজারের পি কে বিশ্বাস রোডের ঘুড়ি বাজারে অভিযান চালায়। চীনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে নুরুল ইসলাম, হায়দার আলি, মহম্মদ ইমরান ও পঙ্কজকুমার সাউকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের বাড়ি খড়দহ থানা এলাকায়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে চীনা মাঞ্জা সুতো উদ্ধার করা হয়। একইভাবে টিটাগড় থানার পুলিশ শশিকান্ত সাউ নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩টি চীনা মাঞ্জা সুতোর রোল বাজেয়াপ্ত করেছে। শশিকান্তকে গ্রেপ্তার করা হয়। নিউ বারাকপুর থানার পুলিশও মৃদুল চৌধুরী, বাবলা সর্দার, সোমনাথ মিস্ত্রি ও অমিত সাহাকে ওই সুতো বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে। মোহনপুর থানার পুলিশ বিকেলে কল্যাণী এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে চীনা মাঞ্জা সুতো লাগানো ঘুড়ি ওড়ানোর অভিযোগে জিৎ যাদবকে গ্রেপ্তার করে। নিজস্ব চিত্র