• পুজোয় যানজট এড়াতে অটো, টোটো নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের সাহায্যে কিয়স্ক, সিদ্ধান্ত দক্ষিণ ২৪ পরগনার তিন পুলিশ জেলার
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, সংবাদদাতা বারুইপুর ও কাকদ্বীপ:  দুর্গাপুজো উপলক্ষ্যে জেলাজুড়ে অটো, টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বারুইপুর, ডায়মন্ডহারবার এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে শুরু হয়েছে প্রস্তুতি। প্রশাসনিক মহলের খবর, পুজোর দিনগুলিতে টোটো ও ইঞ্জিন ভ্যানগুলিকে জাতীয় সড়কের উপরে চলাচল করতে দেওয়া হবে না। সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিকল্প হিসেবে বাইপাস রাস্তা নির্ধারণ করে দেওয়া হবে। সেখান দিয়ে এই ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। বারুইপুর পুলিশ জেলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অটো ও টোটো নিয়ে রাস্তাঘাটে যানজট করা যাবে না। তেমন হলে পুলিশ ব্যবস্থা নেবে। মাঝ রাস্তায় যেখানে সেখানে যাত্রী তোলাও যাবে না। টোটো মূল রাস্তায় থাকবে না। একাধিক রাস্তায় পঞ্চমী থেকে অটো ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে গলিপথ ব্যবহার করতে পারবেন চালকরা। বয়স্ক ব্যক্তিদের অটোয় চাপানোর ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। রোগীর ক্ষেত্রে থাকবে ছাড়। এদিকে, ডায়মন্ডহারবার পুলিশ জেলা জানিয়েছে, রাস্তায় ভিড় বুঝে অটো, টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যেমন ডায়মন্ডহারবারের কপাটহাট থেকে ফেরিঘাট পর্যন্ত রাস্তা অত্যন্ত ব্যস্ত থাকে। ওই রাস্তার উপরই একাধিক পুজো মণ্ডপ আছে। তাই যদি দেখা যায়, বাড়তি লোকজনের সমাগম হচ্ছে তখন ওই রাস্তায় ছোট গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। গলি ও বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে পারবে তারা। এছাড়াও ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে তার জন্য প্রস্তুতি নিয়েছে ট্রাফিক বিভাগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে অ্যাম্বুলেন্স ও ব্রেকডাউন ভ্যান। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ভারী যান চলাচলেও থাকবে নানা বিধি নিষেধ।  ক্যানিং ২ ব্লকের জীবনতলা থেকে মৌখালি সেতু দিয়ে ক্যানিং ১ ব্লকের পুজোয় অনেক দর্শনার্থী গাড়ি নিয়ে আসেন। তাই নিরাপত্তার স্বার্থে লর্ড ক্যানিংয়ের বাড়ির কাছে পুলিশের বুথ করা হবে। থাকবে নাকা চেকিংয়ের ব্যবস্থাও। 
  • Link to this news (বর্তমান)