নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার দেগঙ্গায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্কিম জমা দেওয়া নিয়ে তৃণমূল বনাম সিপিএম ও আইএসএফ নেতা-কর্মীদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি হয়। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে।এদিন দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের গাম্ভিরগাছিতে এলাকার তিনটি বুথ নিয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির হয়। কিন্ত ক্যাম্প শুরু হতেই শাসক ও বিরোধীদলের কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশ কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই বিষয়ে দেগঙ্গা ১ ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ বলেন, পঞ্চায়েতের ওই তিনটি বুথে আইএসএফ ও সিপিএমের পঞ্চায়েত সদস্য রয়েছেন। তাঁরা সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেরাই স্কিম জমা দিচ্ছিলেন। এলাকাবাসীরা তার বিরোধিতা করেছেন। তবে সিপিএম নেতা আশরাফুল আমিন ও আইএসএফ নেতা আজিউদ্দিন আখতারি অবশ্য উল্টো অভিযোগ করেন। তাঁরা বলেন, তৃণমূলই এলাকাবাসীর কথা না শুনে স্কিম জমা দিচ্ছিল। গ্রামবাসীরা প্রতিবাদ করেন।