• বাদুড়িয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: গৃহবধূকে খুনের অভিযোগ উঠল বাদুড়িয়ায়। মৃতার নাম মেঘনা খাতুন (৩২)। তাঁর পরিবারের অভিযোগ, মারধর করে মেঘনার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বাদুড়িয়া থানার হুগলি গ্রামের গৃহবধূ মেঘনা খাতুনের মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, স্বামী মণিরুল সাহাজির সঙ্গে বনিবনা হচ্ছিল না মেঘনার। আরও অভিযোগ, মণিরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। প্রতিবাদ করায় মেঘনাকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে খুন করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মণিরুল সাহাজি ঘটনার পর থেকেই পলাতক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মণিরুল সাহাজির পরিবারের তরফ থেকে মেঘনা খাতুনের বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাঁরা স্বরূপনগরের হঠাৎগঞ্জ এলাকায় গিয়ে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান। সে সময় ঘটনাস্থলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন মেয়ের পরিবারের সদস্যরা। তাঁরাই থানায় খবর দেন। মেঘনার বাপের বাড়ির সদস্যরা অভিযুক্ত মণিরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)