• রাজপুর সোনারপুর পুরসভায় পুজোর আগে জল সরবরাহ শুরু করা যাচ্ছে না
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগে রাজপুর সোনারপুর পুরসভার নাগরিকরা পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। কারণ বৃষ্টি ও দুর্যোগে সব জায়গায় পাইপলাইন বসানোর কাজ শেষ করা যায়নি। অম্রুত প্রকল্পের মাধ্যমে গঙ্গার জল তুলে তা পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করার লক্ষ্য নিয়েছিল রাজপুর সোনারপুর পুরসভা। কয়েক মাস আগে এমনই ছিল তাদের পরিকল্পনা। কিন্তু পুজো এসে যাওয়ায় পাইপ বসানোর জন্য নতুন করে আর খোঁড়াখুঁড়ি করতে চাইছে না পুরসভা। তাই ঠিক হয়েছে, পুজোর পর সেই কাজ হবে। যেসব পাইপলাইন বসে গিয়েছে, সেসব এলাকা এখন পরিষ্কার করা হচ্ছে। চেয়ারম্যান পল্লব দাস বলেন, দুর্যোগের ফলে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। তাই পুজোর আগে জল পৌঁছনোর কাজ করা যাচ্ছে না। পুজোর পর জোরকদমে হবে কাজ।

    এই পুরসভার বিস্তীর্ণ অঞ্চলের মূল পাইপলাইনের পাশাপাশি অলিগলিতেও বসে গিয়েছে জল সরবরাহের পাইপ। কিন্তু এখনও বাড়ি বাড়ি সেই সংযোগ দেওয়া বাকি। গলি থেকে বাড়িতে পাইপ নিয়ে যেতেও রাস্তা খুঁড়তে হবে। কিন্তু সার্বিকভাবে যা পরিস্থিতি, তাতে এখন সেই কাজ করতে গেলে তীব্র সমস্যায় পড়তে হবে নাগরিকদের। কারণ অনেক জায়গায় বেহাল রাস্তা এখন সারাই করা হচ্ছে। তাই নতুন করা সেইসব রাস্তা খুঁড়ে এখন আর ঝুঁকি নিতে চাইছে না পুরসভা। তবে জল যে পুরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পৌঁছচ্ছে সেটা পরীক্ষিত। এখন পাইপ পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কোথাও কোনও লিকেজ আছে কি না, সেটা দেখছেন পুর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, তাতে বেশ কিছু জয়গায় লিকেজ ধরাও পড়েছে। সেগুলি ঠিক করা হচ্ছে। তবে সঠিক কবে থেকে বাড়ি বাড়ি পরিস্রুত জল দেওয়া যাবে, সেটা এখনও স্থির হয়নি। তাই সাধারণ বাসিন্দারা এখন সেটাই জানতে চান।
  • Link to this news (বর্তমান)