• চাকদহে পুজোর মুখে অব‍্যাহত নদী ভাঙন, আতঙ্কে বাসিন্দারা
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: পুজোর মুখে ভারি বৃষ্টিতে ফের নতুন করে ভাঙন শুরু হয়েছে চাকদহ থানার চান্দুরিয়া-২ পঞ্চায়েতের বিশ্বাসপাড়া, মালোপাড়া, স‍ান‍্যালচরের বিস্তীর্ণ এলাকায়। আতঙ্কে রাত জেগে পাহারায় থাকতে হচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের। ওই এলাকায় দুর্গাপুজো হলেও তাকে ঘিরে তেমন উন্মাদনা নেই এলাকার বাসিন্দাদের। কারণ নদী ভাঙনের কবলে পড়ে নিজেদের ভিটে মাটি হারানো নিয়ে গভীর চিন্তায় রয়েছেন তাঁরা।

    এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, বৃষ্টির মধ্যে অল্পবিস্তর ভাঙছিল এলাকার নদীর পাড়। তবে গত রবিবার রাত থেকে হঠাৎ করে এখনও পর্যন্ত ওইসব এলাকায় প্রায় এক বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। ভাঙন এখনও অব্যাহত। মাঝেমধ্যেই মাটি খসে জলে পড়ছে। বেশ কয়েকটি বসতবাড়িও ভাঙার অপেক্ষায়। ফলে আতঙ্কে রাত জাগছেন ওইসব বাড়ির পরিবারগুলি। ওই এলাকায় হাজার খানেক বাসিন্দা থাকেন। ভাঙনে জমি হারিয়ে এলাকার অনেক মানুষ কৃষিকাজ ছেড়ে অন্যের জমিতে দিনমজুরের কাজে লিপ্ত হয়েছেন। এই রকমই স্থানীয় এক বাসিন্দা মনোজিৎ বিশ্বাস বলেন, পুজো এলেও ভাঙনের চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের। পাশাপাশি নিজের জমি নদী ভাঙনে চলে যাওয়ায় অন্যের জমিতে কাজ করে খেতে হচ্ছে। আমরা চাই সরকার ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ করুক। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান পম্পা চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো রয়েছে। সমস্যা মেটানোর চেষ্টা চলছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)