নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসনের গেট বন্ধ করে ফুটবল খেলা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। আবাসিকরা তার প্রতিবাদ করায় ‘শোধ’ নিল আশপাশে বসবাসকারী যুবকরা। রাতে আবাসনের গেট টপকে ভিতরে ঢুকে পড়ে জনা পঞ্চাশ যুবক। নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে আবাসনজুড়ে তাণ্ডব চালায় তারা। একের পর এক ফ্ল্যাটের কলিং বেল বাজানোর পাশাপাশি দরজায় লাথি মারে ওই দুষ্কৃতীরা। আবাসনের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর সেই ছবি। খাস কলকাতায় ট্যাংরা থানা এলাকার অভিজাত আবাসনের এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে আবাসিকদের নিরাপত্তা।
বুধবার রাতে ক্রিস্টোফার রোডের আবাসনে ঘটনাটি ঘটেছে। ক্ষোভে বৃহস্পতিবার আবাসনের সামনেই রাস্তা অবরোধ করেন আবাসিকরা। লালবাজার সূত্রে খবর, থানায় আবাসনের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে অনুপ্রবেশ, তাণ্ডব চালানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ। সেখানেও উঠছে প্রশ্ন। আবাসিকদের অভিযোগ, যারা তাণ্ডব চালিয়েছে, তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। সিসি ক্যামেরার ফুটেজেও তাদের মুখ স্পষ্ট। সেই ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করেছেন। তা সত্ত্বেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা। রাতারাতি কি তাহলে প্রায় জনা পঞ্চাশেক বাসিন্দা এলাকা থেকে উবে গেল? এই প্রশ্ন তুলছেন আবাসিকরা।
আবাসনের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বুধবার রাতে আচমকা জনা পঞ্চাশেক ছেলে গেট টপকে ভিতরে ঢুকে পড়ে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় তারা। তারা ‘ই’ ব্লকে ঢুকে লিফটে করে ১০ তলা পর্যন্ত উঠে যায়। প্রতিটি ফ্লোরে দরজায় লাথি, ঘুসি মারতে থাকে। আমরাই থানায় খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে সবাই পালিয়ে যায়। তখনও কাউকে পাকড়াও করতে পারেননি উর্দিধারীরা।