নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জম্মু‑কাশ্মীরের এক মাদক পাচারচক্রের রিসিভারকে বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করলেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) গোয়েন্দারা। তাঁর নাম খোকন দে ওরফে খোকাদা। বৃহস্পতিবার ধৃতকে কলকাতার বিচারভবনের রোহন হিনহার বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২১ সেপ্টেম্বরের মধ্যে সেখানকার সংশ্লিষ্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।
এনসিবি’র সরকারি কৌঁসুলি আল্পনা ভৌমিক এদিন আদালতে জানান, ওই ঘটনায় গোয়েন্দারা আগেই গ্রেপ্তার করেছিলেন তিনজনকে। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় দশ কিলোগ্রাম চরস। তাদেরকে লাগাতার জেরা করেই কলকাতার বাসিন্দা খোকনের সন্ধান পায় এনসিবি। এরপরই কলকাতা পুলিসের সহযোগিতায় বুধবার গভীর রাতে অভিযুক্ত খোকনকে মুচিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। যদিও ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সেই আবেদনের জোরালো আপত্তি জানানো হয়। শেষে বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে ধৃতের জামিনের আবেদন বাতিল করে দেন।