নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রদেশ কংগ্রেস দপ্তরে সম্প্রতি ভাঙচুরের অভিযোগে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি বৃহস্পতিবার মঞ্জুর করল শিয়ালদহ আদালত। এক হাজার টাকা বন্ডে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে যাদবপুর থানার একটি মামলায় অভিযুক্ত রাকেশ জেল হেফাজতে থাকায় এখনই তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না। এদিন শিয়ালদহ আদালতে মামলাটি উঠলে সরকারি আইনজীবী তাঁর জামিনের তীব্র বিরোধিতা করেন। যদিও ওই বিজেপি নেতার আইনজীবীরা যে কোনও শর্তে তাঁদের মক্কেলকে জামিন দেওয়া আর্জি জানান। উভয়পক্ষকে শোনার পর বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।