• ঠাকুরপুকুরে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, ধৃত স্বামী
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। হরিদেবপুর থানা এলাকার ঠাকুরপুকুরের দাসপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম পারমিতা সাহা (৩৩)। মৃতার বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ের উপর অত্যাচার করত। ওই অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন পারমিতা। হরিদেবপুর থানায় জামাই, বেয়ান ও বেয়াইয়ের নামে লিখিত অভিযোগ জানান মৃতার বাবা প্রশান্ত সাহা। তাঁর অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ইন্দ্রনীল দাস। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যার সময় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। রাত ১০টা নাগাদ ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেন পারমিতা। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় শ্বশুরবাড়ির সদস্যদের। ঘরের কাচের জানালা দিয়ে দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছেন যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। দরজা ভেঙে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবা প্রশান্তবাবুর দাবি, দীর্ঘদিন ধরেই মেয়ের উপর অত্যাচার চালাত স্বামী ইন্দ্রনীল দাস, শ্বশুর বিমান দাস ও শাশুড়ি শুক্লা দাস। সেকথা ফোনে বাবা-মাকে জানিয়েছিলেন পারমিতা। সেই কথোপকথনের বিষয়টি উল্লেখ করেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন মৃতার বাবা। তার ভিত্তিতেই এবার মামলা রুজু করেছেন তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)