• ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আর বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও পর্যন্ত বিদায় নিচ্ছে না বর্ষা। বঙ্গোপসাগরে এখনও সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঘূর্ণাবর্তটির মাত্র দেড় কিলোমিটার উঁচুতে রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার বিভিন্ন এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও আগামী ২–৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

    দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গা এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)