• বেলেঘাটায় প্রাক্তন নেতা বিভাস অধিকারীর বাড়িতে নয়ডা পুলিশের তল্লাশি
    দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • বুধবার রাতে প্রাক্তন নেতা বিভাস অধিকারীর বাড়িতে হানা দেয় নয়ডা পুলিশ। ভুয়ো থানা চালানো থেকে শুরু করে সমান্তরাল প্রশাসন একাধিক জালিয়াতির কাজে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে নয়ডা থানার পুলিশ। এরপরে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতার কুকীর্তির তদন্তে নামে নয়ডা থানার পুলিশ। নয়ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে বেলেঘাটায় বিভাসের বাড়িতে হানা দেয় নয়ডা থানার পুলিশ। পুলিশের অনুমান, নয়ডাতে নয়, বিভাসের সমস্ত প্রতারণার শুরু এই নলহাটির মাটি থেকে। ভুয়ো থানা খোলার কিছু সূত্র ধরে বেলেঘাটায় আসেন নয়ডা পুলিশ।

    বুধবার রাতে বিভাসের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালায় নয়ডা পুলিশ। তল্লাশি চালানোর পরে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় সাইনবোর্ড, কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম। পুলিশের অভিযোগ নয়ডাতেও যেমন নকল থানা খুলেছিলেন বিভাস, বেলেঘাটায় তেমনভাবেই সাজিয়েছিলেন তিনি ফ্ল্যাটটি। বুধবার প্রথমে সার্চ ওয়ারেন্ট নিয়ে বিভাসের বাড়ির তালা ভাঙতে চাইলে বেলেঘাটা থানা থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। পরে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি মেলে নয়ডা পুলিশদের। নয়ডা পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে নলহাটিতে ভুয়ো নোটিস দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতেন তিনি। নলহাটিতে ভুয়ো সংস্থার পাশাপাশি সমান্তরাল প্রশাসন চালাতেন বিভাস।

    পুলিশ সূত্রে খবর, নলহাটিতে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিস নামের একটি ভুয়ো সংস্থা খুলেছিলেন বিভাস। বহু লোককে নোটিস পাঠিয়েপাঠানো হত সেই অফিস থেকে। এরপর সেই সমস্ত বিষয়ে সমাধানের জন্য বিভাস তাঁর আশ্রম অফিসে আসতে বলতেন। সেখানে বিবাদ নিস্পত্তির বদলে আইনি পদক্ষেপের ভয় দেখানো হত সাধারণ জনগণদের। নয়ডাতে নকল থানা খোলার অভিযোগে এবং নলহাটিতে প্রতারণার অভিযোগ নিয়ে নয়ডা পুলিশ কলকাতায় আসে। কলকাতায় বেলেঘাটার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার নলহাটিতে পৌঁছে গিয়েছে নয়ডা থানার পুলিশ। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভাসের প্রতারণার বিষয়ে তথ্যপ্রমাণ খুঁজছে নয়ডা পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)