শারদোৎসবের আগে নিউ মার্কেট চত্বরের হকারদের জন্য স্বস্তি, উচ্ছেদ-প্রক্রিয়া আপাতত স্থগিত, পুজোর পর ফের হতে পারে অভিযান
আনন্দবাজার | ১৯ সেপ্টেম্বর ২০২৫
শারদোৎসবের প্রাক্কালে স্বস্তি পেলেন নিউ মার্কেট সংলগ্ন ফুটপাথের হকারেরা। কলকাতা পুরসভা ও পুলিশ আপাতত হকারবিরোধী অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পুরসভার টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র বৈঠকে এ বিষয়ে ধীরে চলো নীতি গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, পুজোর ভিড় ও ব্যস্ততার কারণেই পুরসভা এ সময়ে কিছুটা নমনীয় মনোভাব নিয়েছে। তবে প্রশাসন পরিষ্কার করেছে, দুর্গাপুজোর ব্যস্ততা শেষ হলেই ফের অভিযান শুরু হবে।
পুলিশ ও পুরসভা দুই পক্ষই মনে করছে, পুজোর মরসুমে হকার অভিযান চালানো কার্যত অসম্ভব। বিশ্বকর্মাপুজো থেকেই কলকাতা পুলিশের শীর্ষকর্তারা শহর পরিদর্শনে নেমে পড়েন, আর মহালয়ার দিন থেকেই একে একে শুরু হয়ে যায় বড় পুজোগুলির উদ্বোধন। সেই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দিকেই পুলিশকে সম্পূর্ণ নজর দিতে হয়। একই সঙ্গে পুরসভার বিভিন্ন বিভাগও পুজোয় নাগরিক পরিষেবা নিশ্চিত করতে ব্যস্ত থাকে। ফলে উৎসব মিটলেই হকারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
টিভিসি বৈঠকে এ দিন বিশেষ ভাবে আলোচিত হয় কলেজ স্ট্রিট অঞ্চলের সমস্যা। অভিযোগ, ক্যালকাটা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথের বড় অংশ অবৈধ ভাবে হকারেরা দখল করে রেখেছেন। হকার সংগঠনগুলির দাবি, পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বৈঠকে এক সদস্যও স্বীকার করেছেন, পুলিশের সক্রিয়তা বাড়লেই ফুটপাত অবৈধ দখল থেকে রক্ষা পাবে।
অন্য দিকে, মঙ্গলবার পুরসভার এক প্রতিনিধিদল নিউ মার্কেট ঘুরে দেখে। এক আধিকারিক জানান, শহরের বেলট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস-সহ একাধিক জায়গায় ফুটপাথ ও রাস্তার উল্লেখযোগ্য অংশ হকারেরা দখল করে রেখেছেন। এমনকি বৈধ গাড়ি পার্কিংয়ের জায়গাও তাঁদের দখলে চলে গিয়েছে। তাই উৎসবের ব্যস্ততা পেরোলেই ওই সব এলাকা হকার অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে আসবে।