• বাধা ঠেলে পুলিশের সাহায্যে কলেজে রানি বিড়লার অধ্যক্ষা
    আনন্দবাজার | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশ পেয়ে দীর্ঘ দিন বাদে ফের কলেজে ঢুকলেও বাধার মুখে পড়লেন রানি বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ তিনি কলেজে ঢোকার সময়ে তাঁকে নিরাপত্তারক্ষীরা আটকান বলে অভিযোগ। তবে স্থানীয় পুলিশের সহযোগিতায় কলেজে ঢুকে শ্রাবন্তী নিজের কাজ সারেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকার প্রস্তাবিত পরিচালন সমিতির (জিবি) সভানেত্রী তথা শাসকদলের পুরপ্রতিনিধি কাজরী বন্দ্যোপাধ্যায় ও সরকার প্রস্তাবিত জিবি সদস্য, নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি মানস কবি কলেজে নিয়ম-বহির্ভূত ভাবে হস্তক্ষেপ করছেন বলে হাই কোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী। জিবি-র সভানেত্রীর অধিকারবলে কাজরী তাঁকে নিলম্বিত করার নির্দেশ দেন। কিন্তু হাই কোর্ট জিবি-র প্রস্তাবিত সভানেত্রীর সব নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছে।

    শ্রাবন্তীর অনুপস্থিতিতে কলেজে এক জন উপাধ্যক্ষও নিয়োগ করা হয়েছিল। সেই বিষয়টিও এখন প্রশ্নের মুখে বলে অনেকে মনে করছেন। শ্রাবন্তী ঘনিষ্ঠ মহল জানিয়েছেন, পুলিশের সহায়তায় কলেজে ঢুকলেও তাঁর নিজের ঘরে ঢুকতে কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়। এর পরে অবশ্য সমস্যা হয়নি।
  • Link to this news (আনন্দবাজার)