ছাত্রী-খুনের অভিযোগকে সামনে রেখে এবং রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার শহরে পথে নামল এসইউসি-র ছাত্র, যুব ও মহিলা সংগঠন। বীরভূমের একটি থানা এলাকার ওই ঘটনা সম্পর্কে এ দিন সরব হয়েছেন গণ-সংগঠনগুলির নেতৃত্ব। বিক্ষোভের পাশাপাশি হাজরা মোড়ে কিছুক্ষণ অবরোধও করা হয়েছে। ছিলেন মিজানুর রহমান, দেবু সাউ, অনন্যা নাইয়া, অপর্ণা মণ্ডল-সহ তিন সংগঠনের নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা বাড়ছে। কিন্তু সরকার ও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করার বদলে অপরাধীদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে। এই পরিস্থিতিতে ন্যায়-বিচার অধরা থাকছে এবং অপরাধ-প্রবণতা বাড়ছে। এই সূত্র ধরেই আর জি কর-কাণ্ড, দক্ষিণ কলকাতার আইন কলেজের ঘটনার মতো বিভিন্ন জায়গার কথা তুলে ধরে দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেতৃত্ব।