• বাড়ির ব্যালকনি দিয়ে চলে গিয়েছে উড়ালপুল! আজব কাণ্ডে তোলপাড় নাগপুর...
    আজকাল | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্দোরা-দিগহোরি ফ্লাইওভার। নাগপুর শহরের অন্যতম আকর্ষণ ৯৯৮ কোটিতে তৈরি এই সেতু। কিন্তু, অশোক স্কোয়ারের কাছে এসেই থমকে যাচ্ছেন অনেকেই। কারণ, একটি দোতলা বাড়ির ব্যালকনির উপর দিয়েই গিয়েছে এই নয়া উড়়ালপুলের একাংশ!

    ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল উড়ালপুলের সেই 'অবাক-দৃশ্য'। তা নিয়ে চর্চা তুঙ্গে। 

    সংবাদমাধ্যমকে ওই বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের তরফে তারা নোটিশ পেয়েছেন। কিন্তু, কেন? তার যথাযথ কোনও ব্যাখ্যা নেই। এমনকী, ক্ষতিপূরণে কথাও বলা হয়নি। যদিও ওই বাড়িটিকে 'বেআইনি' বলে জানিয়েছে নাগপুর পুরসভা। তাদের দাবি, প্ল্যান অনুমোদন ছাড়াই বাড়িটি তৈরি হয়েছে। 

    জানা গিয়েছে, উড়ালপুলটি তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। তাদেরও দাবি, সেতু নির্মাণে কোনও অনিয়ম হয়নি। অনুমোদিত ডিজাইন অনুযায়ীই সেটি তৈরি করা হয়েছে। আধিকারিকদের দাবি, ওই বাড়ির ব্যালকনিটি-ই বেআইনিভাবে তৈরি হয়েছে।  সেটি ভেঙে ফেলা হবে। তাতে সেতুর ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। কারণ, ব্যালকনি থেকে বিমের দূরত্ব দেড় মিটার। 

    এক্স হ্যান্ডলে এনএইচএআই জানিয়েছে, অবৈধ নির্মাণটি চিহ্নিত করা হয়েছে। পুরসভাকে ওই নির্মাণ ভাঙতে অনুরোধ করেছেন সংস্থার আধিকারিকরা। 

    যদিও এভাবে উড়ালপুল তৈরি নিয়ে জনমানসে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। সরব স্থানীয় বিধায়ক প্রবীণ ডাকতেও। যদিও ওই বাড়িটি বৈধ না অবৈধ, সেই বিতর্কে ঢুকতে চাননি তিনি। বিধায়কের মতে, আগাম নোটিস পাঠানো যেত। ওই পরিবারকে পুনর্বাসনও দিতে পারত প্রশাসন। এনিয়ে সোশাল মিডিয়াতেও হাজারো মতামত আছড়ে পড়ছে।
  • Link to this news (আজকাল)