প্রায় প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। কিন্তু তা সামাল দেওয়ার মতো জায়গা নেই। সমস্যার সমাধানে এ বার জরুরি বিভাগের পরিসর বৃদ্ধির পরিকল্পনা করলেন এসএসকেএম কর্তৃপক্ষ। দৈনিক এক হাজারেরও বেশি রোগীর চাপ সামলাতে হলে জরুরি বিভাগ কেমন হওয়া দরকার, সেই বিষয়ে ধারণা পেতে ভিন্ রাজ্যের হাসপাতালে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল এসএসকেএম থেকে।
সূত্রের খবর, এসএসকেএমের জরুরি বিভাগে আগে দৈনিক ৬০০ জন মতো রোগী আসতেন। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে প্রায়ই সেই সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছচ্ছে। এ দিকে, ওই হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে জায়গা খুব বেশি বড় নয়। ফলে, বেশি সংখ্যক রোগী এসে পড়লে পরিষেবা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। সমস্যা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য দফতরের কাছে বড় পরিসরের জরুরি বিভাগ তৈরির প্রস্তাব পাঠান এসএসকেএম কর্তৃপক্ষ। অনুমোদন মেলার পরেই ওই হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক এবং পূর্ত দফতরের আধিকারিকদের নিয়ে গঠিত দশ জনের প্রতিনিধিদল দিল্লির এমস এবং সফদরজং হাসপাতালে ঘুরে আসে।কী ভাবে সেখানে রোগীর চাপ সামলানো হচ্ছে, কতটা জায়গা নিয়ে জরুরি বিভাগ রয়েছে, কী পরিকাঠামো রয়েছে, সব কিছু দেখে এসে রিপোর্ট জমা দিয়েছে ওই প্রতিনিধিদল।
এসএসকেএমের জরুরি বিভাগের কাছেই টিকিট কাউন্টার। সেটিকে জরুরি বিভাগে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। কারণ, ওই চত্বরেই এক্স-রে-সহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। জরুরি বিভাগের উপরে আরও একটি নতুন তলা তৈরির পরিকল্পনা করা হয়েছে। এক আধিকারিকের কথায়, ‘‘জরুরি বিভাগের সংস্কার করে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, কী ভাবে কী করা হবে, তা চূড়ান্ত হয়নি।’’