• গুজরাটে কাজ করতে গিয়ে মৃত্যু মালদহের শ্রমিকের! একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার
    প্রতিদিন | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • বাবুল হক, মালদহ: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু এক বাঙালি শ্রমিকের। মৃতের নাম শ্যামনাথ সিংহ (২৪)। তিনি মালদহের বাসিন্দা। গুজরাটের আহমেদাবাদে বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শ্যামনাথ। ফলে ছেলেকে হারিয়ে অসহায় অবস্থা পরিবারের সদস্যদের। কীভাবে চলবে সংসার? কিছুই বুঝে উঠতে পারছেন না। একদিকে ছেলের মৃত্যু, অন্যদিকে সংসার চালানোর চিন্তা। একেবারে শোকে বিহ্বল গোটা পরিবার।

    শ্যামনাথ সিংহ বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে গুজরাটের আহমেদাবাদে গিয়েছিলেন তিনি। বুধবার কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন শ্যামনাথ। এরপরেই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শ্যামনাথের। গ্রামের বাড়িতে এই খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মৃত শ্যামনাথের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান। রয়েছেন বৃদ্ধ বাবা-মা। সংসারের হাল ছিল তাঁর হাতেই। মৃত শ্রমিকের স্ত্রী কল্পনা সিংহ বলেন, “এভাবে চলে যাবে তা কখনও কল্পনাও করিনি। ওখান থেকে ফোন করে অন্যরা বলল, কাজ করার সময় বিদ্যুতের তারে লেগে গিয়েছিল। এখন সংসার কীভাবে চলবে, কিছুই বুঝতে পারছি না।”

    বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এমনকী মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সেই রেশ কাটতে না কাটতে ফের এক শ্রমিকের মৃত্যু। ঘটনায় ফের একবার বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)