• বহুতল ফ্ল্যাটের বারান্দা ফুঁড়ে ফ্লাইওভার, নির্মাণের ‘আজব নকশা’ নাগপুরে
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • বাড়ির ভিতর দিয়ে, উঠোনের উপরে দিয়ে, বারান্দার বুক চিড়ে যাচ্ছে ফ্লাইওভার। তার পথ তৈরি করে দিতে কোথাও ভাঙতে হয়েছে বারান্দার সামনের অংশ। কোথাও বাড়ির জানলা। দেখলে মনে হবে, যেন বারান্দা ফুঁড়ে টলতে টলতে চলেছে। নাগপুরের অশোক নগরের এই ফ্লাইওভার দেখে চোখ কপালে উঠেছে নেটিজ়েনদের। অনেকেরই মনে পড়ছে মধ্যপ্রদেশের ভোপালের সেই ৯০ ডিগ্রি কোণে বেঁকে যাওয়া সেতুর কথা।

    ইন্দোরা-দিঘোরা করিডরের আওতায় তৈরি করা হয়েছে এই উড়ালপুল। কিন্তু নির্মাণকাজ নিয়ে উঠছে প্রশ্ন । নকশা কি এ ভাবেই করা হয়েছিল? ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। তাঁরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা নিয়ে।

    তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন NHAI কর্তৃপক্ষ। তাদের দাবি, নকশা ঠিকই আছে। বারান্দা, জানলাও ভাঙা হয়নি। ওই জায়গা জাতীয় সড়ক কর্তৃপক্ষের। সেই জায়গায় বেআইনি ভাবে বারান্দা নির্মাণ করা হয়েছিল। NHAI-এর এক কর্তার কথায়, ‘ফ্লাইওভার কিন্তু বারান্দার ভিতরে ঢোকেনি। উপর দিয়ে গিয়েছে। আসলে বাড়ির মালিক জবরদখল করা জায়গায় ওই বারান্দা বানিয়েছিলেন।’ একই সঙ্গে দখলদারি মুক্ত করতে নাগপুর পুরসভাকে চিঠি লিখেছে NHAI।

    তবে বাড়ির মালিক জবরদখলের অভিযোগ মানতে চাননি। বরং তাঁর পাল্টা দাবি, বারান্দা নো ম্যানস ল্যান্ডে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় নয়। তবে নিরাপত্তা নিয়ে চিন্তিত নন তিনি। শুধু বাড়ির একদম কাছে ফ্লাইওভারের বিম বানানোয় আপত্তি রয়েছে তাঁর।

    সম্প্রতি ইন্দোরের একটি রেল ওভারব্রিজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সোজা যেতে যেতে আচমকাই ৯০ ডিগ্রি বাঁক নেয় সেতু। যা দেখে অবাক হয়ে যায় গোটা দেশ। এমন ব্রিজে যান চলাচল সম্ভব? ওঠে প্রশ্নও। ব্রিজ নির্মাণকারী সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।

  • Link to this news (এই সময়)