আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর সীমান্তের কাছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে 'অপারেশন সিঁদুর' অভিয়ান চালায় ভারতীয় বাহিনী। ৭ মে সেই হামলা হয়েছিল রাতে। কেন রাত্রিবেলাকেই বেছে নেওয়া হয়েছিল ওই হামলার জন্য? চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, এর প্রধান কারণ ছিল অন্ধকারেও ছবি তোলার সক্ষমতা এবং সাধারণ নাগরিকদের প্রাণহানি এড়ানো।
ভারতীয় বাহিনীরক সামরিক প্রধান শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। যেখানে তিনি সামরিক ও অসামরিক মিশনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। সমাবেশে ভাষণে জেনারেল চৌহান সেনার দায়িত্ববোধ বোঝাতে গিয়ে 'অপারেশন সিঁদুর'-এর জন্য রাত্রিকালীন সময় বেছে নেওয়ার কথা তুলে ধরেন।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের দাবি, ২০১৯ সালের বালাকোট বিমান হামলার থেকে 'অপারেশন সিঁদুর' একেবারেই আলাদা ছিল। তাঁর কথায়, "আগে আমরা বালাকোট অভিযান করেছিলাম। কিন্তু তখন আমাদের কাছে স্যাটেলাইট ছবি বা অন্য কোনও প্রমাণ ছিল না। কিন্তু এখন রাত একটায় অপারেশন সিঁদুরের সময় প্রমাণ সংগ্রহ করা কঠিন হওয়া সত্ত্বেও আমরা দু'টি কারণে এটা করেছি – প্রথমত, ছবি তোলার ক্ষেত্রে আমাদের সক্ষমতার উপর বিশ্বাস ছিল, এবং দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষের হতাহত হওয়া এড়াতে চেয়েছিলাম।"
জেনারেল অনিল চৌহানের বক্তব্য, "সকাল সাড়ে পাঁচটা বা ছয়'টা হামলার জন্য সবচেয়ে ভাল সময় হতে পারত। কিন্তু তখন প্রথম আযান বা নমাজের সময় থাকে। ফলে অনেক সাধারণ মানুষের জীবন চলে যেতে পারত। আমরা তা সম্পূর্ণরূপে এড়াতে চেয়েছিলাম।"
যুদ্ধের পরিবর্তিত চরিত্র এখন প্রযুক্তির দ্বারা বেশি চালিত হয়। যুদ্ধক্ষেত্র আর শুধু স্থল, বায়ু এবং সমুদ্রের মতো ক্ষেত্রগুলিতে সীমাবদ্ধ নয়, বরং এটি মহাকাশ, সাইবার, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং এমনকি নলেজ ডোমেনেও প্রসারিত হয়েছে। সাম্প্রতিক অপারেশনগুলিতে এই পরিবর্তন স্পষ্ট ছিল বলে জানিয়েছেন জেনারেল অনিল চৌহান।
'অপারেশন সিঁদুরে'র প্রথম অভিযানে রহয়েছিল চলতি বছর ৭ মে রাত একটা থেকে দেড়টার মধ্যে। সেই হামলায় পাকিস্তানে নয়'টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে নিশানা করা হয়। নির্ভুল ওই আক্রমণে, ভারতীয় বাহিনী ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে সীমান্ত পেরিয়ে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড ধ্বংস করে দেয়। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ সাধারণ ভারতীয় নিহত হয়েছিলেন।