• 'পাকিস্তানে গেলে মনে হয় নিজের বাড়ি', রাহুল গান্ধী ঘনিষ্ঠ শ্যাম পিত্রোদার মন্তব্যে বিতর্ক...
    আজকাল | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিদেশনীতি বদলের পক্ষে জোর সওয়াল করলেন শ্যাম পিত্রোদা। বিদেশনীতি তৈরিতে নয়াদিল্লিকে প্রতিবেশীদের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি বলেন, "পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সফরে গেলে নিজের বাড়ির মতো মনে হয়।"

    রাহুল গান্ধী ঘনিষ্ঠ পিত্রোদার মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। এবারও কেন্দ্রকে বিঁধতে গিয়ে আদতে নিজেকে এবং কংগ্রেসকেই বিপাকে ফেললেন শ্যাম পিত্রোদা। 

    আইএএনএস-কে দেওযা এক সাক্ষাৎকারে, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান পিত্রোদা বলেছেন যে, প্রতিবেশী দেশগুলিতে অস্থিরতা এবং সন্ত্রাসবাদের সমস্যা থাকলেও ভারতকে অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। শ্যাম পিত্রোদা বলেছেন, "আমার মতে, প্রতিবেশী দেশগুলোর কথা মাথায় রেখেই আমাদের বিদেশনীতি প্রণয়ন করা উচিত। প্রতিবেশীদের সঙ্গে কি আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে? আমি পাকিস্তানে গিয়েছি। আপনাদের অবশ্যই বলতে চাই, পাকিস্তানে গিয়ে আমার মনে হয়েছে এটাই আমার বাড়ি। একই কথা নেপালের ক্ষেত্রেও খাটে। এসব জায়গায় গেলে মনেই হয় না বিদেশে রয়েছি।" 

    পিত্রোদার কথায়, "আমি বাংলাদেশ, নেপালে গিয়েছি, এবং আমার নিজের মতো অনুভব করছি। আমার মনে হয় না যে আমি কোনও বিদেশে আছি। তারা আমার মতো দেখতে, তারা আমার মতো কথা বলে, তারা আমার গান পছন্দ করে, তারা আমার খাবার খায়। আমাদের অবশ্যই তাদের সঙ্গে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে শিখতে হবে।"

    অনাবাসী ভারতীয় এই কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে তোলপাড় পড়েছে। কটাক্ষের মুখে পড়েছেন পিত্রোদা। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কথা, "রাহুল গান্ধীর নয়নের মণি, কংগ্রেস ওভারসিজের প্রধান স্যাম পিত্রোদা বলছেন তিনি পাকিস্তানকে নিজের বাড়ির মতো অনুভব করেন। সেই কারণেই মনে হয় ২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইউপিএ সরকার কোনও পদক্ষেপ করেনি। আসলে পিত্রোদা পাকিস্তানের খুব প্রিয়।"
  • Link to this news (আজকাল)