• মাত্র দু'টি গোলগাপ্পার জন্য চরম প্রতিবাদ! প্রকাশ্যে রাস্তায় বসে পড়লেন মহিলা, কান্নাকাটি হুলুস্থুল, অবাক সবাই...
    আজকাল | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভদোদরায় ঘটল এক অভিনব প্রতিবাদ। এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলেন পথচলতি মানুষজন। মাত্র দুটি গোলগাপ্পা কম দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এক মহিলা ব্যস্ত রাস্তায় বসে পড়েন, আর তাতেই কার্যত থমকে যায় গোটা এলাকা। খবর অনুযায়ী কুড়ি টাকায় মাত্র চারটি গোলগাপ্পা পেয়েছিলেন ওই মহিলা। অভিযোগে তিনি দাবি করেন ন্যায্য ‘গোলগাপ্পা’র অধিকার। ঘটনাটি ঘটেছে সুরসাগর এলাকার কাছে। সেখানে রাস্তার মাঝে বসে তিনি শুরু করেন এই ‘সত্যাগ্রহ’।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সূত্রপাত এক সাধারণ স্ট্রিট ফুড বিক্রেতার সঙ্গে। জানা গিয়েছে, কুড়ি টাকায় ছয়টি গোলগাপ্পা দেওয়ার কথা থাকলেও ওই মহিলা পেয়েছেন মাত্র চারটি। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় বসে যান তিনি। ফলস্বরূপ, এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পথচলতি মানুষ থমকে দাঁড়িয়ে দেখেন এক অদ্ভুত প্রতিবাদের চিত্র।

    ক্রমে উত্তেজনার পারদ চড়তে থাকে। তিনি রীতিমতো কেঁদে ফেলেন এবং রাস্তায় বসে যান 'ন্যায়বিচার' চাইতে। তাঁর এই আচরণে হতবাক পথচারীরা কেউ থেমে দাঁড়িয়ে দেখেন, কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন। দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘটনার খবর। 

    সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, কাঁদতে কাঁদতে ওই মহিলা বলছেন, "২০ টাকায় মাত্র চারটা গোলগাপ্পা দিয়েছে আমাকে!” খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয় তারা। এক পুলিশ অফিসার মহিলাকে বুঝিয়ে শান্ত করেন এবং তাঁকে রাস্তা ছেড়ে উঠতে অনুরোধ করেন।

    নেটপাড়ায় ঝড় তুলেছে এই 'গোলগাপ্পা-আন্দোলন'। কেউ বলছেন, “দু’টো পানিপুরির জন্য সত্যাগ্রহ!”, তো কেউ আবার মজা করে লিখছেন, “গোলগাপ্পা গেট”।

    এই ঘটনাটি একদিকে যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনই আবার সমাজের একটি ভিন্ন মনস্তত্ত্বের দিকও তুলে ধরেছে - ছোট ছোট অন্যায়ের বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করতে পিছপা হচ্ছেন না। যতই তার রূপ কখনও কখনও সকলকে অবাক করে দিক না কেন।

    প্রসঙ্গত, রাস্তার ধারে ফুচকার টক জল দেখলে জিভে জল আসে না এমন মানুষ কমই আছে ৷ এবার সেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় ৩৫ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়। এক ব্যক্তি ওই এলাকায় ফুচকা বিক্রি করতে আসেন। সেই দোকানেই সবাই ফুচকা খেয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পর প্রত্যেকের পেটে ব্যথা, পায়খানা–বমি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তখনই ফুচকা খাওয়ার প্রসঙ্গ উঠে আসে।

    তড়িঘড়ি আহতদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ৩৫ জনের মধ্যে ১৩ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিরা গ্রামে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের ধারণা ফুচকার জলে বিষক্রিয়া হওয়ার থেকেই এই ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে উদ্বেগ। স্থানীয়দের দাবি, শুধু ওই গ্রাম নয়, পাশের একটি গ্রামের অবস্থাও কার্যত একই। অসুস্থ অনেক বাসিন্দা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে।

    পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘‌প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। আপাতত ১৩ জন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সকলেই স্থিতিশীল। নমুনা সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ 

     
  • Link to this news (আজকাল)