আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকর্মা পুজো কেটেছে। আনুষ্ঠানিকভাবে বর্ষার বিদায় শুরু হয়েছে। কিন্তু, বাংলা থেকে এখনই মুখ ফেরাতে নারাজ বরুণদেব! পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বাংলার উপর দিয়ে গিয়েছে। ফলে বৃষ্টিপাত আপাতত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, শুক্রবার (১৯ সেপ্টেমন্বর, ২০২৫) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টিপাত বেশি হবে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলা। এই জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অবশ্য বৃষ্টি খানিকটা কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:শুক্রবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:কলকাতা-সহ অন্য জেলাগুলিতে আজ সাধারণত মেঘলা আকাশ। কিছু এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রোদ থাকায় গরম বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা= ৩৩.৮° সেলসিয়াস (+১.০)সর্বোচ্চ তাপমাত্রা= ২৮.৬° সেলসিয়াস (+২.৩)বাচাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ = ৯১%বাচাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ = ৬৭%
১৮.০৯.২০২৫ থেকে ১৯.০৯.২০২৫ পর্যন্ত সকাল সাড়ে ছয়'টা পর্যন্ত বৃষ্টিপাত হয়নি।