মহারাষ্ট্রের পালঘরে একটি রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ১, জখম ৪ শ্রমিক
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
মুম্বই, ১৯ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে একটি রাসায়নিক প্রস্তুতকারক কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম ৪। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটেছে বিস্ফোরণটি। ওই সময়ে কারখানার একটি প্ল্যান্টে অ্যাসিড ও ধাতু মিশিয়ে রাসায়নিক পদার্থ তৈরির কাজ চলছিল। উপস্থিত ছিলেন পাঁচ শ্রমিক। সেই সময়ে কোনও কারণে বিস্ফোরণটি ঘটে। আগুন লেগে যায় ওই প্ল্যান্টে। যার ফলে মৃত্যু হয় এক শ্রমিকের।বাকি চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, পালঘরের জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক বিবেকানন্দ কদম। গতকাল, বৃহস্পতিবার রাতেই বিস্ফোরণের খবর পেয়ে কারখানায় পৌঁছয় দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাসায়নিক তৈরির কারখানা হওয়ায় বাড়তি নিরাপত্তার সঙ্গে আগুন নেভানো হয়। তদন্ত শুরু হয়েছে।