সুপ্রিম রায়ে আপাতত স্বস্তিতে ফেডারেশন, সভাপতি পদে থাকছেন কল্যাণ চৌবে
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম রায়ে কাটতে চলেছে ফেডারেশনের অচলাবস্থা। ভারতের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি থাকছেন কল্যাণ চৌবে। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তিতে ফেডারেশন। এদিন শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, নির্বাচনে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। একই সঙ্গে একমাসের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন সংবিধান কার্যকর করতে হবে। এদিন বিচারপতি এল পিএস নরসিং এবং বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চ এই রায় জানিয়েছে। ফলে ফিফার শাস্তি এড়ানোরও সুযোগ পাবে ফেডারেশন। সুপ্রিম রায়ে আপাতত ২০২৬ পর্যন্ত দায়িত্বে থাকছেন কল্যাণ চৌবে। মাস খানেক আগে ফিফা ও এএফসির কড়া চিঠিতে বেশ অস্বস্তিতে পড়েছিল ফেডারেশন। তাদের নির্দেশ ছিল, চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে না পারলে বড় শাস্তির মুখে পড়বে দিল্লির ফুটবল হাউস। এমনকী নির্বাসনও হতে পারে এআইএফএফের। এরপরেও নড়েচড়ে বসেন কল্যাণ চৌবেরা। সুপ্রিম কোর্টে ঝুলে থাকার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আর্জি জানান তাঁরা। উল্লেখ্য, ২০১৭ সালে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির কাজ শুরু হয়। ২০২২-এ তার খসড়া জমা দেওয়া হয় দেশের সর্বোচ্চ আদালতে। যদিও তা নিয়ে বারবারই তৈরি হচ্ছিল বিভিন্ন সমস্যা। তবে ইতিমধ্যেই বিচারপতিদের নির্দেশ মেনে সংশোধন করা হয়েছে সংবিধান। এদিনের রায়ের ফলে ফেডারেশনের কর্তাদের সিদ্ধান্ত গ্রহণে আর কোনও বাধা থাকছে না। ফলে স্বস্তি ফিরতে চলেছে ভারতীয় ফুটবল শিবিরে।