সংবাদদাতা, নবদ্বীপ: বিজেপি সমর্থককে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার নবদ্বীপ। ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীরা জড়িত বলে নিহতের পরিবারের অভিযোগ। সিবিআই তদন্ত চেয়ে আন্দোলন শুরু করেছে গেরুয়া শিবির। এদিন বিকেলে বিজেপির জেলাস্তরের এক প্রতিনিধি দল নবদ্বীপে এসে নিহত সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করে। একই সঙ্গে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন তাঁরা। যদিও পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, অভিযোগপত্রে হামলাকারীদের কোনও রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি। মদ খাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি তৃণমূলের। সঞ্জয় ভৌমিক(৪০) নামে নিহত ওই বিজেপি সমর্থকের বাড়ি নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৭নং লেনে।তাঁর মা অলকা ভৌমিক ও দিদি সাথী চক্রবর্তী (ভৌমিক) বিজেপি দলের স্থানীয় নেত্রী হিসেবে পরিচিত। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন গভীর রাতে স্থানীয় যুবক তারক দাস, গদাধর রায় (গদু), তাপস দাস এবং অরিন্দম মণ্ডল (ছোটু ) সহ আরও কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয়। সঞ্জয়কে ঘর থেকে বের করে এনে নির্মমভাবে পেটাতে থাকে। ছেলেকে বাঁচাতে গেলে মা অলকা দেবীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। অন্যদিকে মাথায় গুরুতর চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। জ্ঞান হারিয়ে প্রায় ২০ ঘণ্টা বাড়িতেই পড়েছিলেন সঞ্জয়। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন । দিদি সাথীর অভিযোগ, হামলাকারীরা সকলেই তৃণমূল আশ্রিত গুণ্ডা।