• মালদহে বাঁধ বিপর্যয়, রিপোর্ট চাইল হাইকোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • মালদহ জেলার মানিকচক ও রতুয়া এলাকায় ফুলহার নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। গত এক মাসে দু’বার এই বাঁধ ভাঙার ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বন্যায় শতাধিক বাড়িঘর জলমগ্ন, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

    ঘটনায় সেচ দপ্তরের স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এর জেরে তিন জন আধিকারিককে বদলি করা হয়েছে। তাঁরা হলেন মুখ্য ইঞ্জিনিয়ার গোরাচাঁদ দত্ত, তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার প্রতীক ভট্টাচার্য এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবক বন্দ্যোপাধ্যায়। দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং জরুরি মেরামতির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, ‘প্রকৃতি আমাদের হাতে নেই। নদীর গতিপথ আমরা ঠিক করতে পারব না। ঘটনাটি তদন্ত সাপেক্ষ। প্রয়োজনে আমরা আইআইটি রুরকির বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের পরামর্শ নেব।’

    বিষয়টি পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। আদালত প্রশ্ন তুলেছে, সদ্য নির্মিত একটি বাঁধ কীভাবে ভেঙে যেতে পারে। রাজ্য সরকারকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। জেলাপ্রশাসন জানিয়েছে, বাঁধের দুর্বল অংশগুলি মজবুত করার জন্য প্রকৌশলী ও শ্রমিক নিয়োগ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)