• পুজোর আগেই ছাড়া পাচ্ছে ৪৫ জন বন্দি, কারা কারা তালিকায়? কী বললেন মুখ্যমন্ত্রী
    হিন্দুস্তান টাইমস | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪৫ জন বন্দিকে পুজোর আগেই মুক্তি দিচ্ছে রাজ্য। ১৪ বছর জেল খেটেছেন এমন বন্দিদের আইনের পথেই জেল থেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই নিয়ে একটি পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দি অবস্থায় যারা সন্তোষজনক আচরণ করেছেন, জেলের নিয়মকানুন মেনে জীবনযাপন করেছেন, তাদেরই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    প্রতি বছরই পুজোর আগে এমন বেশ কিছু বন্দিদের মুক্তি দিয়ে থাকে রাজ্য। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এমন ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছে জেল থেকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই এই পরিসংখ্যান দিয়েছেন তাঁর এক্স পোস্টে। এই দিন মমতা তাঁর পোস্টে লেখেন, ‘২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন এ রকম মানুষ ছাড়া পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের এবং পরিবারের সকলকে অভিনন্দন জানাই।’


    তাঁদের অপরাধী মানসিকতায় পরিবর্তন এসেছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংশোধনাগারের কাজ মনে করিয়ে দেন তিনি। তাঁর ওই পোস্টে লেখেন, ‘সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন। তা হলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।’


    তবে এই দিন কারা কারা মুক্তি পাচ্ছে, সেই তালিকা প্রকাশ করা হয়নি। কবে সেই তালিকা প্রকাশ করা হবে তাও জানানো হয়নি। তবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তালিকা কবে প্রকাশ্যে আনা হবে সেই নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঠিক সময়ে প্রকাশ করা হবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)