আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অ্যাকাডেমি পুরস্কার (OSCARS) ২০২৫ -এর জন্য অফিশিয়াল এন্ট্রি ঘোষণা করল ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’। এ বছর অস্কারের মঞ্চে লড়াই করবে হিন্দি ছবি ‘হোমবাউন্ড’। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। নিরাজ ঘাওয়ান পরিচালিত এই ছবি সিনেমা হলে মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর। কলকাতায় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসান শুক্রবার সন্ধ্যায় এই খবর ঘোষণা করেন।
৯৮তম একাডেমি পুরস্কারে নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। শুক্রবার ৯৮তম একাডেমি পুরষ্কারে নীরজ ঘায়ওয়ানের হোমবাউন্ড সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। ঈশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া অভিনীত এই ছবিটি ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘হোমবাউন্ড’ সিনেমাটি উত্তর ভারতের একটি গ্রামের দুই ছোটবেলার বন্ধুর জীবনের কাহিনিকে তুলে ধরেছে। যারা পুলিশে চাকরি পেতে চায়। তবে, তারা যখন তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছনোর পরে তাদের জীবনে একরাশ হতাশা গ্রাস করে। ব্যক্তিগত কিছু দ্বিধাদ্বন্দ্বও কাজ করতে থাকে।
চলতি বছর মে মাসে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে ‘হোমবাউন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে। ২০১৫ সালের ‘মাসান’ ছবির পরে এটি ঘায়ওয়ানের দ্বিতীয় পরিচালনা। ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও ওই একই বিভাগে প্রিমিয়ার হয়েছিল এবং দুটি পুরস্কার জিতেছে।
রিপোর্টিং- রিচা রায়