• ১৮ শতাংশ জিএসটি কলম, স্কুল ব্যাগ, প্রিন্টেড বইয়ের ওপর, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে 
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে প্রায় ১,২০০ পণ্যের ওপর পণ্য ও পরিষেবা কর (GST)-এর হার পুনর্বিন্যাস করেছে। এই পরিবর্তন আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহৃত কিছু জিনিসপত্রের ওপর—যেমন কলম, স্কুল ব্যাগ এবং প্রিন্টেড বই। এগুলির ওপর এবার থেকে ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হবে।

    কী পরিবর্তন আসছে?

    সিবিআইসি জানিয়েছে, এবার থেকে বলপেন, ফাউন্টেন পেন, মার্কারসহ সব ধরনের লেখার সরঞ্জামকে একযোগে ১৮ শতাংশ জিএসটি স্ল্যাবে আনা হয়েছে (৯% সিজিএসটি + ৯% এসজিএসটি)। একই হারে কর দিতে হবে স্কুল ব্যাগ, স্যাচেল, স্যুটকেস, ভ্যানিটি কেস, বাদ্যযন্ত্রের বাক্স ও ভ্রমণ ব্যাগের ক্ষেত্রেও। তবে কিছু ক্ষেত্রে স্বস্তির খবরও রয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের সুবিধার্থে লেখার চক এবং টেইলার্স চক সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। আগে এগুলির ওপর ১২ শতাংশ হারে জিএসটি ধার্য ছিল।

    সবচেয়ে বিতর্ক তৈরি করেছে বইয়ের ওপর কর আরোপের সিদ্ধান্ত। সিবিআইসি-র নতুন চার্টে "আনকোটেড পেপার" তথা ছাপার কাগজকে ১৮ শতাংশ কর স্ল্যাবে ফেলা হয়েছে। এর ফলে প্রিন্টেড বইয়ের দাম বাড়তে পারে। যদিও ল্যাবরেটরি নোটবুক করমুক্ত রাখা হয়েছে, কিন্তু প্রিন্টেড বইকে ছাড় তালিকায় না রাখায় প্রকাশনা শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে বইয়ের দাম বেড়ে শিক্ষা ক্ষেত্রের সামগ্রিক খরচ বাড়বে।

    এই সংস্কার আসলে ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের বাস্তবায়ন। দেশজুড়ে ২৮টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল ২২ সেপ্টেম্বরের আগে নতুন হার সংক্রান্ত নোটিফিকেশন জারি করবে বলে আশা করা হচ্ছে। নতুন কর কাঠামোকে সাতটি সূচির (Schedule) মধ্যে সাজানো হয়েছে যাতে স্বচ্ছতা বাড়ে এবং ভবিষ্যতে বিরোধ কমে।

    কর বিশেষজ্ঞদের মতে, আগেভাগে এই বিজ্ঞপ্তি জারি হওয়ায় ব্যবসায়ী মহল দাম ঠিক করতে, ইআরপি সিস্টেম আপডেট করতে এবং সরবরাহ শৃঙ্খলা পুনর্গঠনে যথেষ্ট সময় পাবে। ডেলোয়েট ইন্ডিয়ার পার্টনার মহেশ জয়সিং দ্য হিন্দু বিজনেস লাইন-কে বলেন, “এখন সব আনুষ্ঠানিকতা শেষ, ফলে ব্যবসা ক্ষেত্র একেবারে কার্যকরী বাস্তবায়নের দিকে মন দিতে পারবে।”

    অন্যদিকে ইওয়াই ইন্ডিয়ার সৌরভ আগরওয়াল বলেছেন, “হার কমানো বা যুক্তিকরণের সুফল অবশ্যই গ্রাহকদের কাছে পৌঁছাতে হবে।”বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপ আইনগত নিশ্চয়তা বাড়াবে এবং দীর্ঘমেয়াদি বিরোধ কমাবে। তবে বই ও শিক্ষা-সংক্রান্ত খরচ বাড়ার সম্ভাবনা পরিবারের ওপর চাপ তৈরি করতে পারে। শিল্পমহল যদিও বলছে, নীতিগত দিক থেকে স্বচ্ছতা বাড়ায় ২২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম বাস্তবায়ন অনেক সহজ হবে।

    কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) আগামী ২২ সেপ্টেম্বর থেকে প্রায় ১,২০০ পণ্যের জিএসটি হার পুনর্বিন্যাস করছে। এর ফলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস যেমন কলম, স্কুল ব্যাগ ও প্রিন্টেড বই এখন থেকে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় আসবে। বলপেন, ফাউন্টেন পেন, মার্কারসহ সব লেখার সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের ব্যাগ একযোগে এই স্ল্যাবে আনা হয়েছে।

    তবে স্বস্তি পাওয়া যাবে লেখার চক ও টেইলার্স চকে, যেগুলো এখন সম্পূর্ণ করমুক্ত। সবচেয়ে উদ্বেগ তৈরি করেছে বইয়ের ওপর কর আরোপ। ছাপার কাগজে ১৮ শতাংশ কর বসায় প্রকাশনা শিল্প আশঙ্কা করছে, বইয়ের দাম বেড়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়বে। কর বিশেষজ্ঞদের মতে, আগে থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ায় ব্যবসায়ীরা দাম ও সরবরাহ ব্যবস্থা সামঞ্জস্য করার সময় পাচ্ছেন। যদিও আইনগত স্বচ্ছতা বাড়বে, শিক্ষা-সম্পর্কিত খরচ বৃদ্ধির প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
  • Link to this news (আজকাল)