গোয়ায় গিয়ে দুঃস্বপ্ন! ট্যাক্সিচালকদের ‘দাপটে’ বৃষ্টির মধ্যে যুবতীর সঙ্গে যা ঘটল, ফুঁসছে নেটপাড়া ...
আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আরামের ছুটি কাটাতে গিয়ে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হবে, তা কল্পনাও করেননি আহমেদাবাদের ওই যুবতী। গোয়ায় বেড়াতে গিয়ে স্থানীয় ট্যাক্সিচালকদের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন তিনি। অ্যাপ-ভিত্তিক ক্যাব বুক করার ‘অপরাধে’ তাঁর গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বৃষ্টির মধ্যে তাঁকে মালপত্র নিয়ে বেশ কয়েক কিলোমিটার হাঁটতেও বাধ্য করা হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই যুবতী তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, ঘটনাটি ঘটেছে দক্ষিণ গোয়ায়। বিমানবন্দর যাওয়ার জন্য তিনি অনলাইনে একটি ক্যাব বুক করেছিলেন।
তাঁর কথায়, “ওখানে ট্যাক্সিচালকদের এত দাদাগিরি যে, যে পথের ভাড়া ১৫০০ থেকে ১৮০০ টাকা হওয়া উচিত, তার জন্য ওরা ৩৫০০ থেকে ৪০০০ টাকা চাইছে। আর যদি অনলাইন অ্যাপে ক্যাব বুক করা হয়, তাহলে চালক এবং যাত্রী উভয়কেই ভীষণ হেনস্থা হতে হয়।”
তিনি আরও অভিযোগ করেন, তাঁর বুক করা ক্যাবটি নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই স্থানীয় ট্যাক্সিচালকরা সেটির পথ আটকে দেয়। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার ক্যাব আসতেই স্থানীয় চালকরা সেটিকে আটকে দেয়। আমাকে গাড়িতে উঠতেও দেয়নি। বৃষ্টির মধ্যে আমাকে সমস্ত মালপত্র নিয়ে পায়ে হেঁটে রওনা দিতে হয়। আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম।”
ওই যুবতী দাবি করেছেন, বেশ কয়েক কিলোমিটার হাঁটার পর তিনি অবশেষে অন্য একটি ট্যাক্সি পেয়ে তাতে ওঠেন। এরপর আবেগতাড়িত হয়ে তিনি বলেন, “ওই জায়গা থেকে বেশ কয়েক কিলোমিটার হাঁটার পর আমি অন্য একটি ট্যাক্সি ধরি এবং এখন বিমানবন্দরের দিকে যাচ্ছি। কী জঘন্য অভিজ্ঞতা!”
অভিযোগ ওঠে, চালকরা তাঁকে পুলিশ ডাকার হুমকিও দেয়। যুবতীর কথায়, “ওরা আমাকে বলে, ‘ম্যাডাম, আপনি এগোতে পারবেন না। পুলিশ আসুক, তারপর যাবেন’।” পর্যটকদের সঙ্গে এই ধরনের আচরণের তীব্র নিন্দা করে তিনি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
শুধু চালকরাই নয়, পাশাপাশি রিসর্টের কর্মীদের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। যুবতী বলেন, “রিসর্টের কর্মীরাও এই বিষয়ে কিছুই করেননি। আমরা দিনে ৫০০০-৬০০০ টাকা ভাড়া দিই, তা সত্ত্বেও ওঁদের আচরণ এতটাই খারাপ যে, ওঁরা শুধু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমাকে বেরিয়ে আসতে কোনও সাহায্যই করেননি।”
ভিডিওর শেষে অন্য পর্যটকদের সতর্ক করে তিনি বলেন, “এখানে বেড়াতে এলে মাথায় রাখবেন, দক্ষিণ গোয়ার অবস্থা আরও খারাপ। পর্যটক হিসেবে এখানে আপনাকে পুলিশ ডাকার হুমকি পর্যন্ত দেওয়া হতে পারে। ট্যাক্সিচালকদের এমন একচেটিয়া দাপট যে, তারা রীতিমতো লুঠপাট চালাচ্ছে।”
সূত্রের খবর, বর্তমানে কোলভা পুলিশ তিন জন ট্যাক্সিচালকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের নাম মেনিনো ডি’সিলভা, মিলাগ্রেস আলমেডা এবং অ্যাগনেলো রডরিগেজ। তারা প্রত্যেকেই বেতালবাটিমের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।