• চলবে ট্র‌্যাক রক্ষণাবেক্ষণের কাজ, হাওড়ার এই শাখায় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চলবে ট্র‌্যাক রক্ষণাবেক্ষণের কাজ। রেল সূত্রে জানা গেছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম–অম্বিকা কালনা–গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল–আজিমগঞ্জ–কাটোয়া লাইনে বেশ কিছুদিন ধরে চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এই কাজের জন্য এই শাখার এই লাইনে ট্রাফিক ব্লক হবে। রেলের তরফে বৃহস্পতিবারই এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। যার জেরে ওই শাখায় বেশ কিছু ট্রেনের চলাচল কিছুটা নিয়ন্ত্রিত হবে। বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

    রেল সূত্রে জানানো হয়েছে, শুক্রবার ১৯ সেপ্টেম্বর থেকে আগামী বুধবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই লাইনে ট্রাফিক ব্লক চলবে। তার মধ্যে ২৪ সেপ্টেম্বর আবার তৃতীয়া। এই তৃতীয়া পর্যন্ত সময়ে ওই লাইনে কিছু কিছু ট্রেন বাতিল করা হবে। কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে তা দেখে নিন।

    জানা গেছে, ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বর লোকাল ট্রেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কাটোয়া ও ধাত্রীগামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া লোকাল। 

    প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়া থেকেই দুর্গপুজো ঘিরে ভিড় দেখা যেতে পারে রাস্তাঘাটে। সেক্ষেত্রে এই লাইনে একজোড়া ট্রেন বাতিলের ঘটনা যাত্রী সুবিধায় প্রভাব ফেলবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। পূর্ব রেলওয়ের তরফে অনুরোধ করা হয়েছে যাত্রীরা যাতে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করেন।

    পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ব্লক চলাকালীন কোনও স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন এবং পরবর্তীকালে যে কোনও নতুন চালু হওয়া ট্রেন বা পার্সেল ট্রেন বা টিওডি থাকলে তা যথাযথভাবে নিয়ন্ত্রণ অথবা পথ পরিবর্তন করা হবে। সব মিলিয়ে পুজোর মুখে রেলের এই পদক্ষেপ যাত্রীদের ওপর কতটা প্রভাব ফেলবে, সেদিকে নজর থাকবে সবার। 
  • Link to this news (আজকাল)