বন্যা কবলিত এলাকায় বন্য শূকরের ভয়াবহ তাণ্ডব, গুরুতর জখম এক মহিলা-সহ পাঁচজন...
আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদহের ভুতনিতে এবার বন্য শূকরের তাণ্ডব। হামলায় গুরুতর জখম এক মহিলা-সহ পাঁচজন। দু'জনকে স্থানান্তর করা হয়েছে মালদহ জেলা হাসপাতালে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভূতনি থানার দক্ষিণ চন্ডীপুরের ভানু সরকার টোলা ও ছবি মাঝিটোলা গ্রামে।
বিগত এক মাস ধরে জলমগ্ন ভূতনির তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর থেকে রাস্তাঘাট সমস্ত কিছু জলমগ্ন থাকায় বাড়ির ভেতরে বা ছাদের উপরে উঁচু জায়গায় বসবাস করছেন বন্যা দুর্গতরা। এই অবস্থায় শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ছবিমাঝি টোলা গ্রামে ঢুকে পরে একটি বন্য শূকর।সেখানে এক মহিলা ও পুরুষের উপর হামলা চালায়। পরবর্তী সময়ে ঠিক একইভাবে পার্শ্ববর্তী গ্রাম ভানু সরকার টোলায় তিনজনের উপরে হামলা করে শূকরটি। হামলার কাউকে হাতে, কাউকে পায়ে আবার কাউকে আঙুলে কামড় দেওয়ায় প্রত্যেকেই গুরুতরভাবে আহত হন। প্রাণ বাঁচাতে চিৎকার করে ওঠেন আহতরা।
তাঁদের চিৎকারে পার্শ্ববর্তী বাসিন্দারা জল ভেঙে ছুটে আসলে সেখান থেকে চম্পট দেয় শূকরটি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রথমে নৌকা এবং পরবর্তী সময়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিড বোটের মাধ্যমে তাঁদের নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা গুরুতর আহত জয় মন্ডল, মায়া মন্ডলকে মালদহ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করেন। অন্যদিকে ধনপতি মন্ডল, জয়দেব মন্ডল এবং সঞ্জীব মন্ডলের চিকিৎসা করা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে।
বন্য শূকরের হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জরুরি কাজেও লোকজন বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। এবিষয়ে স্থানীয় বাসিন্দা সন্দীপ মন্ডল বলেন, এদিন সকালে হঠাৎ করেই বন্য শূকরটি আমার বয়স্ক বাবা-সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। স্থানীয় প্রতিবেশীরা এবং আমরা ছুটে শূকরটিকে তাড়া করলে সেখান থেকে পালিয়ে যায় শূকরটি। ভূতনির সর্বত্র জল থাকায় হয়ত অন্য কোথাও থেকে ভেসে এসে থাকতে পারে। এই বন্যা পরিস্থিতির কারণেই আমাদের এই অবস্থা। প্রশাসনের এই বিষয়গুলি দেখা উচিত এবং সেইসঙ্গে তাদের কাছে স্থায়ী সমাধান বের করার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, কয়েক মাস আগে আদিবাসীদের পশু শিকার পরব চলার সময় বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাদিকপুর-মাটাঙ্গ এলাকায়। আহত তিন ব্যক্তি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিন ব্যক্তির নাম অভয় ঘোষ, সমীর মাড্ডি এবং তামলু হাঁসদা। অভয় ঘোষের বাড়ি সাদিকপুর এলাকায়। আহত বাকি দুই ব্যক্তির বাড়ি সাগরদিঘি থানার বিভিন্ন গ্রামে। হাসপাতাল শয্যা থেকে আহত সমীর মাড্ডি বলেন, আদিবাসীদের বন্য পশু শিকার পরব উপলক্ষে শনিবার সকাল থেকে সাগরদিঘি থানার বিভিন্ন গ্রাম থেকে সুতিতে এসে বন্য পশু শিকার করা চলছিল। বিকেল নাগাদ একটি বন্য শুকর শিকার করার সময় হঠাৎই সেই শুকরটি পাল্টা তাদের আক্রমণ করে বসে। এই ঘটনাতে তিনি এবং তাঁদের দলে থাকা তামলু হাঁসদা নামে আরও একজন আহত হয়।