• পুজোর মুখে বেড়েছে বেতন, আবির-সবুজ রসগোল্লায় সেলিব্রেশনে মাতলেন ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের কর্মীরা...
    আজকাল | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • মিল্টন সেন: পুজোর আগেই হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের চুক্তিভিত্তিক এবং ঠিকা শ্রমিকদের ঘরে খুশির হাওয়া। দীর্ঘ ২১ মাস পর বেড়েছে শ্রমিকদের বেতন। পাশাপাশি, চিকিৎসা সুবিধা ও অন্যান্য ভাতাও বাড়ানো হয়েছে। পুজোর মুখেই এই বেতন বাড়ায় খুশির মেজাজ পাওয়ার স্টেশনের কর্মীদের মধ্যে। শুক্রবার বিটিপিএসের সামনে এক অনুষ্ঠানে এই খুশিতে সবুজ রসগোল্লা বিলি করা হয়। সবুজ আবির মেখে উল্লাস করেন শ্রমিকরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, ‘আমরা লড়াই চালিয়ে গিয়েছি শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী এবং সংগঠনের সভাপতি সাংসদ ঋতব্রত ভট্টাচার্যকে। লিস্টেড এবং আনলিস্টেড যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করা হয়েছে গোটা রাজ্যের সমস্ত পাওয়ার স্টেশনগুলোতে। এতে উপকৃত হবেন শ্রমিকরা’।

    শ্রমিকরা জানিয়েছেন, আগে যেখানে ১৪ হাজার টাকা বেতন মিলত, এখন প্রায় ১৭,৫০০ টাকা হবে সেই বেতন। লিস্টেড শ্রমিকদের ভাতাও বেড়েছে এবং নন-ইএসআই কর্মীদের জন্য ১৩ দিনের মেডিক্যাল ছুটি বাড়ানো হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের(INTTUC) নেতা গৌতম দাস জানিয়েছেন, তালিকা সম্পূর্ণ এলে সভা করে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি সরকারি কর্মচারীদের জন্যও সুখবর রয়েছে। নবরাত্রি, দুর্গাপুজো-দশেরার কথা বিবেচনা করে, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন নির্দিষ্ট দিনের আগে দিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন  চলতি মাসের ২৬ তারিখ পেতে পাবেন। উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিদা না হয় তাই এই পদক্ষেপ মোদি সরকারের। এই বিষয়ে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিজিএ)-এর দপ্তর ইতিমধ্যেই একটি আদেশ জারি করেছে। সিদ্ধান্তের ফলে,পশ্চিমবঙ্গে নিযুক্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিল্প কর্মচারী এবং পেনশনভোগীরা অগ্রিম বেতন পাবেন।

    সাধারণত মাসের শেষ দিন বেতন পান সরকারি কর্মচারীরা। কিন্তু সেপ্টেম্বর মাসের বেতন ২৬ তারিখ (শুক্রবার, চতুর্থীর দিন) পাওয়া যাবে। সরকারের সিদ্ধান্তের উদ্দেশ্য হল, উৎসবের সময় কেন্দ্রীয় কর্মচারীদের উপর আর্থিক বোঝা লাঘব করা। বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যাতে পরিবারের সঙ্গে উৎসব আরামে উপভোগ করতে পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে। জারি করা আদেশে বলা হয়েছে যে, এই অগ্রিম অর্থের আংশিক অর্থ প্রদান করা হবে। মাস শেষে, প্রকৃত বেতন এবং পেনশনের সম্পূর্ণ হিসাব করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে তা পরিশোধ করা হবে। এই আদেশ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) রাজ্যের সমস্ত ব্যাঙ্ক শাখায় এই নির্দেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে- যাতে সময়মতো অর্থ প্রদান করা যায়। ব্যাঙ্ক এবং পেমেন্ট এজেন্সি অফিসগুলি (পিএও) সমস্ত পেনশনভোগীদের সময়মতো এই অগ্রিম অর্থ প্রদান করবে।
  • Link to this news (আজকাল)