পুজোয় মেট্রোতেই গোটা কলকাতা, কোন স্টেশনে নেমে কোন প্যান্ডেল, রইল পুরো গাইডম্যাপ
আজ তক | ২০ সেপ্টেম্বর ২০২৫
শহরের পুজোর ভিড়ে ঠাকুর দেখতে বেরোলেই যানজট, অপেক্ষা আর লম্বা লাইন যেন অবধারিত। চতুর্থী থেকে মহাষ্টমী, কলকাতার রাস্তায় নামলেই কিলবিল করে ভিড়। ঠিক সেই সময়েই মুশকিল আসান হয়ে ওঠে কলকাতা মেট্রো। মিনিটে মিনিটে ট্রেন, নেই গাড়ির দেরি, ফলে উত্তর থেকে দক্ষিণ, হাওড়া থেকে সল্টলেক, সব জায়গারই জনপ্রিয় মণ্ডপে পৌঁছে যাওয়া যায় খুব সহজে।
এ বার জেনে নেওয়া যাক, কোন স্টেশনে নেমে কোন পুজো মণ্ডপ দেখা যায়-
নোয়াপাড়া থেকে শুরু
নোয়াপাড়া দাদাভাই সঙ্ঘ একেবারেই স্টেশনের সামনেই।
পাশেই গ্রিন পার্ক নেতাজি ইউনাইটেড ক্লাব।
সেন্ট্রাল
সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা ও লেবুতলা পার্কের পুজো।
উত্তর কলকাতার মণ্ডপ দেখা শেষ হলে মেট্রোয় চেপে দক্ষিণে
নেতাজি ভবন
পদ্মপুকুর বারোয়ারি, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, সঙ্ঘশ্রী, সঙ্ঘমিত্র, সবই কাছাকাছি।
যতীন দাস পার্ক
ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, বকুলবাগান, আদি বালিগঞ্জ।
কালীঘাট
বাদামতলা আষাঢ় সঙ্ঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, দক্ষিণের সেরা মণ্ডপ এক জায়গায়।
আসল কথা
একদিনে যদি কলকাতার অজস্র বিখ্যাত পুজো দেখতে চান, তবে সেরা ভরসা মেট্রো। যানজট এড়িয়ে, কম সময়ে, নিরাপদে ঘুরে ফেলা যায় উত্তর থেকে দক্ষিণ। ঠাকুর দেখা এবার হোক একেবারে ট্রেন ধরে, এক স্টেশন থেকে অন্য স্টেশন ঘুরতে ঘুরতেই। তবে ইদানিং মেট্রো পরিষেবার যা দশা, পুজোর সময় ঘুরতে বেরিয়ে আনন্দের বদলে ভোগান্তির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।