• মণিপুরে আধাসেনার কনভয়ে এলোপাথাড়ি গুলি, শহিদ দুই জওয়ান, জখম অনেকে
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ইম্ফল, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের রাজ্য রেশ এখনও কাটেনি। মণিপুরে আক্রান্ত আধাসেনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলের অদূরে কনভয়ে হামলায় শহিদ হয়েছেন অসম রাইফেলসের দুই জওয়ান। জখম হয়েছে আরও চার জওয়ান। 

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন গাড়িতে করে ৩৩ অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে ইস্ফল থেকে বিষ্ণুপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ নাম্বোল সাবাল লেইকাই এলাকায় হামলার ঘটনা ঘটে। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই জওয়ান। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

    আধাসেনা জওয়ানদের এদিনের হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জায়েছেন তিনি।

    হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় অসম রাইফেলসের বিশাল বাহিনী। ছুটে আসেন পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারাও। আক্রমণকারীদের সন্ধানে গোলা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)