সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলভূমে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে দেখলেই সপাটে চড় মারার নিদান কংগ্রেস নেতার। হাত শিবিরের বরিষ্ঠ নেতা কে এস আলাগিরি জানালেন, তামিলনাড়ুতে কঙ্গনা যেখানেই যাবেন সেখানেই তাঁকে যেন হেনস্তা করা হয়। এহেন মন্তব্য সামনে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে। পালটা এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ কঙ্গনা। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়েছেন, ‘তামিলনাড়ুতে আমি যাবই। কে কী বলল, তাতে কিছু যায় আসে না।’
শীঘ্রই তামিলনাড়ু সফরে আসছেন হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা রানওয়াত। সেই তথ্য পাওয়ার পর আলাগিরি বলেন, “কয়েক মাস আগে চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় কষিয়েছিলেন এক মহিলা সিআরপিএফ জওয়ান। তিনি চড় মারার কারণ জানিয়ে বলেছিলেন, উনি(কঙ্গনা) যেখানেই যান সেখানকার মানুষকে অপমান করেন। আমি রাজ্যের কৃষকদের উদ্দেশে বলব উনি যদি এখানে আসেন তাহলে, বিমানবন্দরে ওই পুলিশ কর্মী যা করেছিলেন সেটাই করুন। সেটা হলেই উনি নিজের ভুলটা বুঝতে পারবেন।” এমনকী সম্প্রতি কঙ্গনা ফের মহিলাদের অপমান করেছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা। বলেন, “সম্প্রতি মহিলা কৃষকদের উদ্দেশে তিনি নাকি বলেছেন ওরা ১০০ টাকা পেলে যে কোনও জায়গায় চলে যেতে পারেন।”
এর পালটা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “আমার যেখানে ইচ্ছা সেখানে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। যদি সেখানে কিছু মানুষ আমায় ঘৃণা করেন, তাহলে এটাও সত্য যে কিছু মানুষ আমায় ভালোবাসেন। তামিলনাড়ুর মানুষ আমায় সর্বদা ভালবেসেছেন। সেখানে একজন ব্যক্তি আমার সম্পর্কে কী বলল তাতে কিছু যায় আসে না।”
উল্লেখ্য, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। এমনকী, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। সেই মন্তব্যের চরম মাশুল গুনতে হয়েছিল ‘ক্যুইন’কে। চণ্ডীগড় বিমানবন্দরে ঢোকার মুখে কঙ্গনার গালে সপাটে চড় কষান সিআরপিএফ জওয়ান কুলবিন্দর কৌর। সেই ঘটনার প্রেক্ষিতে কৌর জানান, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।”