ওড়িশায় হেনস্তার ভয়! পড়শি রাজ্য থেকে ফিরে কেরলে কাজে গিয়ে মৃত্যু মধ্যমগ্রামের পরিযায়ী শ্রমিকের
প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাসত: ওড়িশায় হেনস্তার ভয়! সংসার চালাতে নির্মীয়মাণ মন্দিরের কাজ নিয়ে কেরলে পাড়ি। সেখানেই কাজ করার সময় পড়ে মৃত্যু মধ্যমগ্রামের যুবকের। দেহ রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছেন তাঁর সহকর্মীরাই। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অভিজিৎ পোদ্দার। বয়স ৩৪ বছর। তিনি মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত দত্তপুকুর থানার পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজিপল্লির বাসিন্দা ছিলেন। দিন কুড়ি আগে কেরলে একটি নির্মীয়মাণ মন্দিরের কাজে যান। বৃহস্পতিবার নির্মীয়মাণ মন্দিরের তিনতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান অভিজিৎ। বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা তড়িঘড়ি অভিজিতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে অভিজিৎ ওড়িশায় কাজে গিয়েছিলেন। সেখানে বাঙালি শ্রমিকদের হেনস্তার ঘটনা ঘটায় বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে একমাত্র রোজগেরে ব্যক্তি ঘরে বসে যাওয়ায় সংসার চালানো দুষ্কর হয়ে ওঠে। অগত্যা মা, বাবা, স্ত্রী ও একরত্তি সন্তানের কথা ভেবে দিন কুড়ি আগে কেরলের একটি সংস্থার মাধ্যমে তামিলনাড়ুর থুথুকুডি জেলায় একটি মন্দির নির্মাণের কাজে যান তিনি। সেখানেই দুর্ঘটনা।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মূর্চ্ছা যাচ্ছেন অভিজিতের স্ত্রী। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ তাঁর মা। মৃতের বাবা মোহিত পোদ্দার বলেন, “কুড়ি দিন আগেই ছেলে কেরলে কাজে গিয়েছিল। সেখানে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। আমার এক নাতি রয়েছে। বউমা ও নাতির কীভাবে চলবে, সেটাই এখন চিন্তার।” মহকুমাশাসক সোমা দাস জানিয়েছেন, “পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমাদের তরফে প্রয়োজনীয় সাহায্য করা হবে।”