• ‘সুরেই থেকো’, ‘প্রিয় ভাই’ জুবিনের মৃত্যুতে শোকবার্তা মমতার, অসমিয়া ভাষায় পোস্ট মোদির
    প্রতিদিন | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫২ বছরেই অকস্মাৎ জীবন থেকে বিদায়। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে খ্যাতনামা গায়ক জুবিন গর্গের। তাঁকে ‘প্রিয় ভাই’ বলে সম্বোধন করে এক্স হ্যান্ডলে আবেগপ্রবণ পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখলেন, ‘সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে।  তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।’

    মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি অসমিয়া ভাষায় লিখেছেন, ‘জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে  আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়। আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!’ 
  • Link to this news (প্রতিদিন)