• মৃগী ছিল জ়ুবিনের, স্কুবা ডাইভিংয়ের ‘ভুল’ সিদ্ধান্তই কি তাঁকে বিপদের দিকে ঠেলে দিল?
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • এ বারই এমন অঘটন প্রথম নয়, এর আগেও ২০২২ সালে অসমের ডিব্রুগড়ে একটি রিসর্টে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন জ়ুবিন গর্গ। জানা যায়, আগের রাতে অস্বস্তি অনুভব করেছিলেন তিনি, পর দিন সকালে রিসর্টের বাথরুমে পড়ে যান। দ্রুত তাঁকে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা যায়, তিনি মৃগী রোগে আক্রান্ত।

    হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক রানা বরুয়া পিটিআই-কে জানান, ‘তাঁর মৃগী রোগের খিঁচুনি হয়েছিল।’ চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাঁকে পর্যবেক্ষণে রাখেন। সেই সময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা প্রশাসককে নির্দেশ দেন, যাতে শিল্পীকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তও তদারকিতে ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘প্রয়োজনে তাঁকে গুয়াহাটির বাইরে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হবে।’

    সেই সময়ের প্রতিবেদন অনুযায়ী, পড়ে যাওয়ার ফলে জ়ুবিনের মাথায় আঘাত লাগে এবং সেলাই করতে হয়। যদিও তাঁর শারীরিক সূচকগুলি স্থিতিশীল ছিল, পরে তাঁকে গুয়াহাটিতে স্থানান্তর করা হয়।

    এখন প্রশ্ন উঠেছে, একজন মৃগী রোগী হওয়ার পরেও কেন স্কুবা ডাইভিংয়ের ঝুঁকি নিয়েছিলেন জ়ুবিন?

    স্কুবা ডাইভিং— সমুদ্রের নীল গভীরে নিঃশব্দে ভেসে বেড়ানোর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু যদি আপনি একজন মৃগী রোগী হন, তা হলে প্রশ্নটা স্বাভাবিক, এই রোমাঞ্চ কি আপনার জন্য নিরাপদ? প্রসঙ্গত, মৃগী (Epilepsy) হলো একটি স্নায়বিক ব্যাধি, যার ফলে আচমকা খিঁচুনি হতে পারে। এই খিঁচুনি কখনও চেতনা কেড়ে নেয়, কখনও শরীরকে করে তোলে অনিয়ন্ত্রিত। স্কুবা ডাইভিংয়ের সময় যদি এমন খিঁচুনি দেখা দেয়, তা হলে তা প্রাণঘাতী হতে পারে, কারণ জলের নীলে চেতনা হারানো মানেই ডুবে যাওয়ার সম্ভাবনা।

    জ়ুবিন গর্গের মৃত্যু ঘটে স্কুবা ডাইভিং করার সময়েই, একটি দুর্ঘটনায়। ‘চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জ়ুবিন। আয়োজকদের মতে, ডাইভিংয়ের সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে দ্রুত উদ্ধার করে CPR দেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব চেষ্টা ব্যর্থ করে, ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ জ়ুবিনকে মৃত ঘোষণা করা হয়।
  • Link to this news (এই সময়)