নতুন আইফোন কিনতে ভোর থেকেই লম্বা লাইন, মুম্বইয়ে হাতাহাতিতে জড়ালেন ক্রেতারা
এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৫
ভারতে শুক্রবার লঞ্চ করছে অ্যাপলের ১৭ সিরিজ়ের বিভিন্ন আইফোন। দিল্লি ও মুম্বইয়ে থাকা অ্যাপলের নিজস্ব স্টোরে মিলবে সাম্প্রতিকতম আইফোন। তা কিনতে শুক্রবার সকাল থেকেই অ্যাপলের স্টোরের সামনে ক্রেতাদের লম্বা লাইন। আইফোন স্টোরের বাইরে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন ক্রেতাদের একাংশ। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বছরই প্রথম নয়, আইফোনের লেটেস্ট মডেলের প্রথম ক্রেতা হতে প্রতি বছর এই ধরনের দীর্ঘ লাইনের দেখা মেলে। ক্রেতাদের এই উৎসাহই বুঝিয়ে দেয় আইফোন নিয়ে একাংশের মধ্যে উন্মাদনা ঠিক কতটা।
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে থাকা অ্যাপলের স্টোরের সামনে শুক্রবার ভোর থেকেই ক্রেতাদের ভিড়। লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের একাংশ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্য। সেখানকার নিরাপত্তারক্ষীরা উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শুধু মহারাষ্ট্র নয়, মুম্বইয়ের স্টোরে আইফোন কিনতে আশপাশের রাজ্য থেকেও ভিড় জমিয়েছেন একাধিক ক্রেতা। মনোজ নামের এক ব্যক্তি এসেছেন আমেদাবাদ থেকে। আইফোন কেনার জন্য ভোর পাঁচটা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে জানিয়েছেন।
মুম্বইয়ের পাশাপাশি দিল্লির সাকেতে রয়েছে অ্যাপেলের স্টোর। সেখানেও শুক্রবার সকাল থেকে লম্বা লাইনের দেখা মিলেছে। এ ছাড়াও পুণে এবং বেঙ্গালুরুতেও রয়েছে অ্যাপলের স্টোর। সেখানেও শুক্রবার থেকেই বিক্রি শুরু হবে ১৭ সিরিজের আইফোনের বিভিন্ন মডেল। এ ছাড়াও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম, ক্যুইক কমার্স প্ল্যাটফর্ম এবং অ্যাপল অথোরাইজড রিটেল স্টোরে মিলবে আইফোনের নতুন সিরিজের স্মার্টফোন।
iPhone 17 Series Price in India
আইফোন ১৭ (২৫৬ জিবি): ৮২ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ (৫১২ জিবি): ১ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।
আইফোন এয়ার (২৫৬ জিবি): ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা।
আইফোন এয়ার (৫১২ জিবি): ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা।
আইফোন এয়ার (১টিবি): ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি): ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো (৫১২ জিবি): ১ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো (১ টিবি): ১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি): ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো ম্যাক্স (৫১২ জিবি): ১ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা।
আইফোন ১৭ প্রো ম্যাক্স (১ টিবি): ১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা।