• মাঝ আকাশে মুম্বই-ফুকেটগামী ইন্ডিগোর ফ্লাইটে আতঙ্ক, জরুরি অবতরণ চেন্নাইয়ে
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • মাঝ আকাশে ইন্ডিগোর একটি ফ্লাইটে আতঙ্ক। শুক্রবার মুম্বই থেকে ফুকেটগামী ইন্ডিগোর একটি ফ্লাইট নিরাপত্তা সংক্রান্ত হুমকি পায়। মাঝ আকাশে হুমকি পাওয়ার পরেই ফ্লাইটটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যদিও পরবর্তীকালে জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুয়ো।

    জানা গিয়েছে, 6E 1089 ফ্লাইটটি শুক্রবার বিকেল ৩টে ৩৩ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুকেটের দিকে রওনা দেয়। ফ্লাইটটি যখন ঠিক বঙ্গোপসাগরের উপরে ঠিক সেই সময়ে নিরাপত্তা সংক্রান্ত হুমকি পায়। পাইলটরা কোনও রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে চেন্নাইয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইট থেকে সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

    ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর, মুম্বই থেকে ফুকেটগামী ইন্ডিগো ফ্লাইট 6E 1089-কে নিরাপত্তা হুমকির কারণে চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রোটোকল অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা যে তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সে কথা ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী এবং বোম স্কোয়াড দ্রুত ফ্লাইটের ভিতরে ও বাইরে তল্লাশি চালান। কিন্তু ফ্লাইটে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে তাঁরা নিশ্চিত করেছেন।

    ইন্ডিগো কর্তৃপক্ষ যাত্রীদের খাবার ও জলের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। এই ঘটনার জন্য যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

  • Link to this news (এই সময়)