• কিশতওয়ারে ফের সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • জম্মু-কাশ্মীরের ফের সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। শুক্রবার রাতে এই সংঘর্ষ শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার এলাকায়।

    সেনা সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা থেকে সেখানে গুলির লড়াই শুরু হয়েছে।

    ওই এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে আছে বলে খবর পায় সেনা। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয়। ওই জঙ্গি ঘাঁটির কাছাকাছি যেতেই সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। গভীর রাতেও সেখানে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস।

    এর আগেও কিশতওয়ার এলাকায় সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

    তবে,সেখানে কত জন জঙ্গি লুকিয়ে আছে তা নিয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

    সূত্রের খবর ওই এলাকায় ৩ থেকে ৪ জন পাকিস্তানি জঙ্গি রয়েছে। তারা সম্ভবত জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য।

    ওই জঙ্গিরা যাতে পালাতে না পারে সেই জন্য তাদের চার দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আশেপাশের এলাকাতেও সতর্কতা জারি করে তল্লাশি অভিযান চলছে।

    ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, কিশতওয়ার এলাকায় এখনও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে।

    অন্য দিকে, কিশতওয়ার এলাকায় এই সংঘর্ষের আগেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় উধমপুর এলাকায়। জম্মু এলাকার পুলিশ জানিয়েছে, ওই গুলির লড়াই হয় সিওজ ধর-এ । জঙ্গিরা সেখানে লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরেই অভিযান চালায় সেনা এবং পুলিশ।

    পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, উধমপুর এনকাউন্টারে একজন সেনা জওয়ান আহত হয়েছেন।

    গত ৮ সেপ্টেম্বর, কুলগামে জঙ্গি এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শহিদ হন দুই সেনা জওয়ান।

  • Link to this news (এই সময়)