• মহালয়ার দিনই খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির আশঙ্কা
    এই সময় | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • আগামী রবিবার মহালয়া। আবার ওইদিনই পুজোর আগে শেষ রবিবার। তাই শেষ মুহূর্তে কেনাকাটার পাশাপাশি ধীরে ধীরে ঠাকুর দেখারও ভিড় শুরু হবে। আর এই দিনই খড়্গপুর ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হলো। সেই সঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আবার যাত্রাপথও পরিবর্তন করা হলো। শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর ডিভিশনের তরফে এ বিষয়ে জানানো হয়েছে।

    ৬৮১২৩ খড়্গপুর-টাটানগর মেমু

    ৬৮০১৪ টাটানগর-খড়্গপুর মেমু

    ৬৮১২৭ চাকুলিয়া-টাটানগর মেমু

    ৬৮১২৮ টাটানগর-চাকুলিয়া মেমু

    একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি ওইদিন ঘুরপথে একটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। আগামী রবিবার ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি খড়্গপুর-মেদিনীপুর-আদ্রা-পুরুলিয়া হয়ে রাঁচিতে পৌঁছবে। ঠিক একইভাবে ২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পুরুলিয়া-আদ্রা-মেদিনীপুর-খড়্গপুর হয়ে হাওড়ায় ফিরবে।

    এর পাশাপাশি মহালয়ার দিন একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৮০৩৩-১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ঘাটশিলার পরিবর্তে খড়্গপুর অবধি যাবে। কিন্তু হঠাৎ মহালয়ার দিন কেন খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হলো? এ বিষয়ে সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, রেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক বা উন্নয়নমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহালয়ার দিন এ ভাবে একাধিক ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তির মুখে পড়বেন বলেই অনেকে মনে করছেন।

  • Link to this news (এই সময়)