নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে পয়েন্ট নষ্ট করল ইউনাইটেড স্পোর্টস। ফলে লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে সুরুচি সঙ্ঘ বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচের ফল ২-২। দু’বার লিড নিয়েও জিততে ব্যর্থ সুরুচি। তাদের দুই গোলদাতা হোরাম ও আকাশ মণ্ডল। অন্যদিকে, দু’টি ক্ষেত্রেই ইউনাইটেডকে সমতায় ফেরান শ্রীনাথ। এর ফলে দুই ম্যাচে ইউনাইটেডের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লাল-হলুদ ব্রিগেড। আগামী সোমবার ঘরের মাঠে শেষ ম্যাচে বিষ্ণু-ডেভিডদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। জিতলে তো বটেই, ড্র হলেও খেতাব জিতবে মশালবাহিনী। অন্যদিকে ইস্টবেঙ্গলকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে লালকমল ভৌমিকের প্রশিক্ষণাধীন ইউনাইটেড। সুপার সিক্সে আপাতত এই দু’টি দলই অপরাজিত। অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে কাস্টমসকে ৫-০ ব্যবধানে চূর্ণ করে ইউনাইটেড কলকাতা। রাহুল ভেনুর জোড়া গোল। স্কোরশিটে নাম তোলেন জিতেন মুর্মু, ভিনিল পূজারি ও সমীর বায়েন।