• গ্রুপ C, D কর্মীদের ভাতা মামলা, রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
    হিন্দুস্তান টাইমস | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ভাতা আপাতত কার্যকর হচ্ছে না। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ শুক্রবার এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আরও বাড়িয়ে দিলেন। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

    গত জুন মাসেই বিচারপতি সিংহ রাজ্যের ঘোষণার উপর তিন মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু নতুন নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ আরও চার মাস ১০ দিন বাড়ানো হয়েছে। ফলে এই সময়ে চাকরিহারা কর্মীরা রাজ্য ঘোষিত ভাতা পাবেন না। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি প্যানেল থেকে প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই বাতিলের জেরে কর্মহীন হয়ে পড়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্যই রাজ্য সরকার গত মে মাসে বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছিল। সিদ্ধান্ত ছিল, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা ভাতা পাবেন। ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী এই ঘোষণা। আগের শুনানিতে বিচারপতি সিংহ ভাতার অঙ্ক নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, ২৫ হাজার আর ২০ হাজার নির্ধারণ করলেন কীসের ভিত্তিতে? কোনও আলোচনা বা সমীক্ষা ছাড়াই এই অঙ্ক কেন স্থির হল?

    বিচারপতি আরও জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হওয়ার পর রাজ্য সরকার কেন এত দ্রুত এই প্রকল্প চালু করতে গেল।

    রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অবশ্য পাল্টা যুক্তি দিয়ে জানান, মামলাকারীদের অবস্থানই প্রশ্নসাপেক্ষ। তাঁর বক্তব্য, কে মামলা করবে, তা রাজ্য স্থির করে দিতে পারে না। অন্যদিকে মামলাকারীদের আইনজীবীরা সওয়াল করে বলেন, এই ভাতা দেওয়া হলে সুপ্রিম কোর্টের নির্দেশের মূলভাব ব্যাহত হবে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত এই ভাতার ওপর স্থগিতাদেশ বলবৎ থাকবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)