• পুলিশের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু, বর্ণবৈষম্যের অভিযোগে সরব মৃতের পরিবার
    বর্তমান | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • হায়দরাবাদ: আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের। অভিযোগ, নিজের রুমমেটকে খুন করতে উদ্যত হয়েছিলেন নিহত যুবক। পুলিশ বাধা দিলেও তিনি শোনেননি। বাধ্য হয়ে গুলি চালান পুলিশ অফিসাররা। তাতেই মৃত্যু হয় যুবকের। যদিও মৃতের পরিবারের দাবি, ভিনদেশে বর্ণবৈষম্য এবং হেনস্তার শিকার হয়েছিলেন ওই যুবক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহম্মদ নিজামুদ্দিন জন্মসূত্রে তেলেঙ্গানার বাসিন্দা। পেশায় এই প্রযুক্তিকর্মী চাকরির সুবাদে থাকতেন সান্টাক্লারায়। গত ৩ সেপ্টেম্বর পুলিশের কাছে খবর আসে সান্টাক্লারার একটি বাড়িতে গোলমাল চলছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন এক যুবককে মাটিতে ফেলে ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করছেন নিজামুদ্দিন। জানা যায়, ওই যুবক তাঁর রুমমেট। পুলিশের বারণ সত্ত্বেও রুমমেটকে ছুরিবিদ্ধ করেন নিজামুদ্দিন। বাধ্য হয়ে গুলি চালান এক পুলিশ অফিসার। তাতেই আহত হন নিজামুদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। নিজামুদ্দিনের আক্রমণে আহত ওই রুমমেট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবে এই ঘটনা জানার পর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে মৃত নিজামুদ্দিনের পরিবার। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে হেনস্তার শিকার হচ্ছিলেন নিজামুদ্দিন। কর্মস্থলে বর্ণবৈষম্য, বেতন নিয়ে জালিয়াতি সহ আরও অভিযোগ ছিল তাঁর। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরবও হন নিজামুদ্দিন। মার্কিন পুলিশ ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে নিজামুদ্দিনের মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছে তাঁর পরিবার।
  • Link to this news (বর্তমান)